Latest News

6/recent/ticker-posts

Ad Code

Breaking News: ভারতরত্ন পাচ্ছেন লালকৃষ্ণ আডবানী

Breaking News: ভারতরত্ন পাচ্ছেন লালকৃষ্ণ আডবানী

Bharat Ratna


ভারতরত্ন পাচ্ছেন লালকৃষ্ণ আডবানী, জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সকালে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'এক্স'-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতরত্ন সম্মান লালকৃষ্ণ আডবানীকে দেওয়া হচ্ছে বলে জানান।



আডবাণীর সঙ্গে দুটি ছবি পোস্ট করে মোদি লেখেন, 'আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, শ্রী লালকৃষ্ণ আডবাণীজিকে ভারতরত্নে সম্মান জানানো হচ্ছে। তাঁর সঙ্গে কথাও বলেছি আমি। ভারতরত্ন সম্মানে পাওয়ার জন্য তাঁকে অভিনন্দন জানিয়েছি। আমাদের সময়ের অন্যতম শ্রদ্ধেয় রাষ্ট্রনায়ক আডবাণীজি। ভারতের উন্নতির ক্ষেত্রে তিনি যে অবদান রেখেছেন, তা অভাবনীয়। 



মোদি আরও লেখেন, 'একেবারে তৃণমূল স্তর থেকে তিনি কাজ শুরু করেছিলেন। তিনিই উপ-প্রধানমন্ত্রী হিসেবে আমাদের দেশের সেবা করেছেন। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রী হিসেবে দেশসেবা করেছিলেন।'   

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code