কেন্দ্রের ১০০ দিনের কাজের পাল্টা নয়া প্রকল্প ‘কর্মশ্রী রাজ্যের

Mamata Banerjee


বৃহস্পতিবার বিধানসভায় রাজ্য বাজেটে নয়া প্রকল্পের ঘোষনা করলো রাজ্য সরকার। কেন্দ্রের পাল্টা এই প্রকল্পের নাম রাখা হয়েছে কর্মশ্রী। কেন্দ্রের ১০০ দিনের কাজের প্রকল্পের পাল্টা ‘কর্মশ্রী’ প্রকল্প। এই প্রকল্পের আওতায় জব কার্ড হোল্ডারদের ৫০ দিন করে কাজ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। চলতি বছরের মে মাসে থেকেই কার্যকর হতে চলেছে এই প্রকল্প।



১০০ দিনের কাজের বকেয়া টাকা দিচ্ছে না কেন্দ্র, এনিয়ে একাধিক বার সরব হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। গত ২ অক্টোবর গান্ধীজয়ন্তীতে সাংসদদের নিয়ে রাজধানী দিল্লিতে গিয়ে বাংলার বকেয়ার দাবি জানিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবুও মেলেনি বকেয়া। শেষমেষ এবার বাজেট ঘোষনায় প্রকল্পই ঘোষনা করে দিল রাজ্য। 



এই প্রকল্পে বছরে ৫০ দিন কাজের নিশ্চয়তা থাকবে। জবকার্ড হোল্ডারদের এই কাজ দেওয়া হবে‌। কর্মশ্রী প্রকল্পের আওতায় আসায় এই সুযোগ মিলবে। যেখানে কেন্দ্রের ১০০ দিনের কাজ মিলতো এবার রাজ্যের অধীনে মিলবে ৫০ দিনের কাজ। পাশাপাশি রাজ্যের তরফে জানানো হয়েছে ২১শে ফেব্রুয়ারির মধ্যে রাজ্যের মানুষের ১০০ দিনের কাজের যে ৩৭০০ কোটি টাকা তা নিজ থেকেই দিয়ে দেবে রাজ্য। বাজেটে জানিয়ে দেওয়া হল ৩৭০০ কোটি টাকা মেটাবে রাজ্যই।