HS Sanskrit Question 2024: উচ্চমাধ্যমিক সংস্কৃত প্রশ্ন ২০২৪

Sanskrit Question


HS Sanskrit Question 2024: উচ্চমাধ্যমিক সংস্কৃত প্রশ্ন ২০২৪

বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলির (MCQ) এবং সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলির (BAQ) উত্তর, উত্তরপত্রে প্রদত্ত নির্দিষ্ট ছাপানো TABLE-এ লিখতে হবে।


(বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলি)


1. ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো:

গদ্যাংশ

'गण्डकोत्थानम्'- কোথায় দেখা যায়?

(a) বৈয়াকরণদের মধ্যে

(b) জ্যোতিষশাস্ত্রে

(c) সাংখ্য দর্শনে

(d) পার্বত্য ও বনময়ভূমিতে।



(ii) कुवलय:' শব্দের দ্বারা প্রতীতি হয়

(a) স্বর্ণচম্পা

(b) গোলাপ

(c) নীলপদ্ম

(d) লালপদ্ম।

(iii) 'চীনাংশুক' কী?



(a) চীনদেশের অংশ

(b) চীনের প্রাচীর

(c) রেশমের বস্তু

(d) একজন রাজা।


(iv) 'মহার্ঘ' শব্দটির অর্থ

(a) অঞ্জলি

(b) বহুমূল্য

(c) মহাপুরুষ

(d) বস্তু।

পদ্যাংশ


(v) 'কর্মযোগ' শ্রীমদ্ভগবদ্গীতার কোন অধ্যায়ে আছে ?

(a) অষ্টাদশ

(b) দ্বিতীয়

(c) চতুর্থ

(d) তৃতীয়।


(vi) কৃষ্ণ কাকে উপদেশ দিয়েছেন?

(a) সঞ্জয়কে

(b) বিদুরকে

(c) কর্ণকে

(d) অর্জুনকে।


(vii) 'मुनिबरकन्ये' - এখানে 'মুনিবর' কে?

(a) জহ্নু

(b) কশ্যপ

(c) বিশ্বামিত্র

(d) নারদ।


(viii) 'गंगास्तोत्रम्'-এর রচয়িতা

(a) জয়দেব

(b) সায়ণাচার্য

(c) কালিদাস

(d) শঙ্করাচার্য।


নাট্যাংশ

(ix) 'कुন্তুঃ' শব্দের অর্থ কি ?.

(a) রাত্রি

(b) জ্যোৎস্না

c) অমাবস্যা

(d) পূর্ণিমা।


(x) 'कथय वासु'- 'বাসু' কে?

(a) কৌমুদী

(b) বসন্ত

(c) মকরন্দ

(d) প্রমোদ।


(xi) 'শশাঙ্কঃ' শব্দের প্রতিশব্দ কি?

(a) সূর্যঃ

(b) নক্ষত্রম্

(c) গ্রহন

(d) চন্দ্রঃ


(xii) 'साधযানঃ' শব্দের প্রতিশব্দ হল

(a) গচ্ছামঃ

(b) তিষ্ঠামঃ

(c) বদামঃ

(d) ক্রীড়ামঃ।


সাহিত্য ইতিহাস


(xiii) আর্যভট্ট কে ছিলেন?

(a) চিকিৎসক

(b) জ্যোতির্বিদ

(c) গায়ক

(d) ঐতিহাসিক


(xiv) বরাহমিহির রচিত গ্রন্থটির নাম

(a) আর্যসিদ্ধান্ত

(b) বৃহৎসংহিতা

(c) ব্রহ্মস্ফুটসিদ্ধান্ত

(d) দশগীতিকাসূত্র।


(xv) 'মৃচ্ছকটিকম্' কে লিখেছিলেন?

(a) কালিদাস

(b) জয়দেব

(c) শূদ্রক

(d) বিশাখদত্ত


(সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলি)


2. পূর্ণবাক্যে উত্তর দাও:

গদ্যাংশ (যে কোনো তিনটি)

(i) কুলস্ত্রীদের সঙ্গে কার তুলনা করা হয়েছে?

(ii) আর্যাবর্ত কেমন রাজ্য ছিল?

(iii) 'बनगता गुहা' পাঠ্যাংশের উৎসগ্রন্থের নাম কি?

(iv) 'নিদিনम्' শব্দের অর্থ কি?


পদ্যাংশ (যে কোনো তিনটি)

(v) 'श्रीमद्भगवङ्गीता'-র উৎস কি?

(vi) শূন্যস্থান পূরণ করো:

কর্মণৈব হি সংসিদ্ধিম্ আস্থিতা ....

(vii) গঙ্গাকে 'নরকনিবারিণী' বলা হয় কেন?

(viii) 'खण्डितगिरिवर' - 'গিরিবর' কে?


নাট্যাংশ (যে কোনো তিনটি)

(ix) রাজার বিবাহের আর কতদিন দেরী?

(x) 'বৈবস্তুতনগরম্' শব্দের অর্থ কি?

(xi) কনকলেখা কে?

(xii) 'तदर्थं जीवितमपि त्यजेयम्'- উক্তিটির বস্তা কে?


সাহিত্যেতিহাস (যে কোনো দুটি)

(xiii) কালিদাস রচিত যে-কোনো একটি কাব্যের নাম লেখো।

(xiv) ভারতীয় শল্যচিকিৎসা বিষয়ক একটি গ্রন্থের নাম লেখো।

(xv) বিশাখদত্ত রচিত একটি নাটকের নাম লেখো।


(বিষয়ভিত্তিক / বর্ণনামূলক প্রশ্নাবলি)

3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও:

গদ্যাংশ (যে কোনো একটি)

(a) 'सकल-संसार-सुखभाजः प्रजाः উক্তিটি কোথা থেকে গৃহীত? কোন্ কোন অসামান্য বৈশিষ্ট্যের জন্য লেখক এরূপ মন্তব্য করেছেন ?

(b) 'অনসনা गुहা' অবলম্বনে বনের মধ্যে চোরেদের কার্যকলাপ সংক্ষেপে বর্ণনা করো।

পদ্যাংশ (যে কোনো একটি)

(c) 'कर्मयोगঃ' পাঠ্যাংশ অবলম্বনে নিষ্কাম কর্মযোগ সম্বন্ধে যা জান লেখো।

(d) 'भागीरथी सुखदायिनि मातः

तब जलमहिमा निगमे ख्यातঃ।' এখানে কার কথা বলা হয়েছে? গঙ্গার অপর নাম ভাগীরিথী কেন, বিস্তারিত আলোচনা করো। 


নাট্যাংশ (যে কোনো একটি)

(e) 'वासन्तिकस्वप्नम्'-এর বিষয়বস্তু সংক্ষেপে লেখো।

'एषा ते मतिर्न कल्याणी, न कदापि सुखावहा উক্তিটির বক্তা কে? কার উদ্দেশ্যে এই উক্তি? কোন্ মতির কথা বলা হয়েছে? প্রসঙ্গ নির্দেশ করো।


সাহিত্যেতিহাস (যে কোনো একটি)

(g) প্রাচীন ভারতের চিকিৎসাশাস্ত্র সম্পর্কে লেখো।

(h) গীতিকাবা কাকে বলে ? সংস্কৃত সাহিত্যে গীতিকাব্য হিসাবে 'গীতগোবিন্দম্'-এর স্থান নিরূপণ করো।


4. ভাবসম্প্রসারণ করো (যে কোনো একটি):

(a) 'नियतं कुरु कर्म त्वं कर्म ज्यायो हाकर्मणः।

(b) 'त्वमसि गतिर्मम खलु संसारे' ।


5. নিম্নরেখাঙ্কিত পদগুলির কারণসহ কারকবিভক্তি নির্ণয় করো (যে কোনো তিনটি):

(a) बालकः अङ्गने क्रीडति ।

(b) पिता पुत्रेण सह गच्छति ।

(c) मह्यं रसगोलकं रोचते ।

(d) राजा प्रासादात् प्रेक्षते ।

(e) पर्वतेषु हिमालयः श्रेष्ठः ।


6. ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখো (যে কোনো দুটি):

(a) मातापितरौ

(b) बीणापाणिः

(c) त्रिभुवनम् ।


7. নিম্নলিখিত শব্দযুগলের অর্থপার্থক্য নির্ণয় করো (যে কোনো দুটি):

(a) यक्नी यवनानी

(b) मित्र:- मित्रप्

(c) बनम् उपवसति बने उपबसति ।


৪. এক কথায় প্রকাশ করো (যে কোনো তিনটি):

(a) पुनः पुनः नृत्यति

(b) जनानां समूहः

(c) पाणिनिना प्रोक्तम्

(d) ज्ञातुम् इच्छति

(e) गोः पश्चात् ।


9. পরিনিষ্ঠিত রূপটি লেখো (যে কোনো তিনটি):

(a) नील इमनिच्

(b) कारक टाप्

(c) कुन्ती + ढक्

(d) गुरु तमप्

(e) श्रु सन् लट् ते ।


10. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও:

(a) ভারতীয় আর্যভাষার কয়টি স্তর? কী কী? নব্য ভারতীয় আর্যভাষা সম্বন্ধে যা জান লেখো।

(b) ইন্দো-ইউরোপীয় ভাষাগোষ্ঠীর দশটি শাখার নাম লেখো ও সংক্ষিপ্ত পরিচয় দাও।


11. সংস্কৃতে অনুবাদ করো (যে কোনো একটি):

(a) বারাণসীতে কর্পূরপট নামে এক ধোপা ছিল। সে একদিন গভীর নিদ্রায় মগ্ন ছিল। তার জিনিসপত্র চুরি করার জন্য তার ঘরে চোর ঢুকল। তার উঠানে একটা গাধা বাঁধা ছিল এবং একটা কুকুর বসে ছিল।

(b) এক ক্ষুধার্ত শিয়াল একটি রণভূমিতে এসে পৌঁছাল। সেখানে সে এক অদ্ভুত শব্দ শুনতে পেল। সে ভাবল যে, সেখান থেকে পালিয়ে যাবে। কিন্তু পরে সে ঠিক করল যে, সে শব্দের উৎস খুঁজবে। সে একটি ঢাক দেখতে পেলো।


12. যে কোনো একটি বিষয়ে সংস্কৃতে নিবন্ধ রচনা করো:

(a) परिवेशदूषणम् तत् प्रतिकारश्च ।

(b) मम आदर्शः पुरुषः ।

(c) संस्कृतस्य उपयोगः ।