পাঞ্জাবি পুলিশ আধিকারিককে শুভেন্দুর খালিস্তানি বলার প্রতিবাদে বিক্ষোভ গুরুদুয়ারা প্রবন্দক কমিটির

Guruduwar prabandhak




সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান:-


মঙ্গলবার সন্দেশ খালিতে কর্মরত পাঞ্জাবি পুলিশ আধিকারিক সর্দার জসপিত সিং কে খালিস্তানি বলার কারনে বর্ধমান কার্জন গেটের সামনে বিক্ষোভ সমাবেশে সামিল হলেন বর্ধমান গুরুদুয়ারা প্রবন্দক কমিটি। এদিন প্রায় শ পাঁচেক শিখ ধর্মের মানুষ জন এই বিক্ষোভ সমাবেশে সামিল হন।



সাম্প্রতিক সন্দেশ খালির ঘটনায় উত্তাল গোটা রাজ্য রাজনীতি। সন্দেশ খালির ঘটনা যাতে আর বারবারন্ত না হয় সেই কারনে দিন রাত চলছে পুলিশ পাহারা। সন্দেশ খালিতে শান্তি বজায় রাখতে জারি করা হয়েছে ১৪৪ ধার। এরি মধ্যে মঙ্গলবার সন্দেশ খালিতে ভারতীয় জনতা পার্টির একটি কর্মসূচি থেকে কর্মরত পাঞ্জাবি পুলিশ আধিকারিক জসপ্রীত সিংকে খালিস্তানি বলা হয়।



আর এই খবর প্রকাশ আসতেই নড়েচড়ে বসেন গোটা বাংলার শিক ধর্মের মানুষ জন।এই ঘটনার প্রতিবাদ জানাতে গোটা বাংলার পাশাপাশি বুধবার রাতে পূর্ব বর্ধমান জেলার কার্জন গেটের সামনে বিক্ষোভ সমাবেশ সামিল হলেন বর্ধমান গুরুদুয়ারা প্রবন্দক কমিটি ও বর্ধমান শিখ ধর্মের মানুষ জন।