G-mail: বন্ধ হয়ে যাচ্ছে G-mail?

Gmail


সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় গুগলের জিমেইল পরিষেবা বন্ধ হওয়ার খবর ছড়িয়েছে। আর এই খবরে বেশ চিন্তিত হয়ে পড়ে ইউজাররা। কারণ, অফিস মেল ছাড়াও অনেক ক্ষেত্রেই ইউজাররা জি-মেল ব্যবহার করে। ফলে জি-মেল বন্ধ হয়ে গেলে যে বহু মানুষকে অসুবিধায় পড়তে হবে তা স্পষ্ট। এবার জিমেইল পরিষেবা নিয়ে জোরালো বার্তা দিল গুগল।



গুগলের তরফেও এই দিন একটি টুইট করে জানানো হয়েছে, ‘ইজ হিয়ার টু স্টে’। অর্থাৎ গুগল থাকার জন্যই এখানে এসেছে ((Gmail Is Not Shutting Down))। গুগলের এই একটি বাক্যের বার্তায় স্পষ্ট বন্ধ হচ্ছে না জি-মেল।



গুগলের একটি নির্দিষ্ট ফিচার বন্ধ হয়ে যেতে চলেছে সেই থেকেই জি-মেল বন্ধের গুজব ছড়ায় নেট মাধ্যমে। আসলে ২০২৩-র সেপ্টেম্বর মাসে জি-মেলের HTML ভিউ ফিচার বন্ধ হওয়ার ঘোষনা দেয় গুগল। বলা হয়েছিল, এই ফিচারটি ২০২৪ সালের জানুয়ারি মাস থেকে বন্ধ করে দেওয়া হবে।