Dol Purnima 2024 Date and Time : দোল পূর্ণিমা ২০২৪। জানুন তারিখ, সময়
আগামী ২৫ মার্চ সারা দেশে পালিত হবে হোলি উৎসব। আর তার আগের দিন বাংলা মেতে উঠতে শুরু করবে বসন্ত উৎসব ঘিরে। এছাড়াও বাঙালির চেনা ঐতিহ্যের অন্যতম ন্যাড়া পোড়াও আয়োজিত হবে দোলের আগে।
২৪ মার্চ দোল পূর্ণিমা পড়বে সকাল ৯ টা ৫৪ মিনিট থেকে, পূর্ণিমা থাকবে পরের দিন অর্থাৎ ২৫ মার্চ বেলা ১২ টা ২৯ মিনিট পর্যন্ত। উদয়া তিথি অনুসারে দোল পূর্ণিমা পালিত হবে ২৫ মার্চ।
২৪ মার্চ সকাল ৯ টা ৫৪ মিনিট থেকে পূর্ণিমা তিথি শুরু । আর পূর্ণিমা তিথি শেষ হচ্ছে বেলা ১২ টা ২৯ মিনিটে। ২৫ মার্চ চন্দ্রগ্রহণ রয়েছে সকাল ১০ টা ২৩ মিনিট থেকে। ফলে দোল পূর্ণিমা তিথির মধ্যেই পড়ছে চন্দ্রগ্রহণ।
জ্যোতিষশাস্ত্র বলছে, আগামী ২৫ মার্চ কন্যা রাশিতে লাগবে চন্দ্রগ্রহণ। দোল পূর্ণিমার মধ্যেই পড়েছে চন্দ্রগ্রহণের সময়কাল। ২৫ মার্চ চন্দ্রগ্রহণের সময় শুরু হবে সকাল ১০ টা ২৩ মিনিটে। গ্রহণ ছাড়বে বিকেল ৩ টে ০২ মিনিটে। বছরের এই প্রথম চন্দ্রগ্রহণ ৪ ঘণ্টা ৩৬ মিনিট ধরে হবে।
শাস্ত্র মতে বলা হচ্ছে, দোল পূর্ণিমার মধ্যে এই চন্দ্রগ্রহণ পড়লেও, তার সুতককাল থাকবে না। কারণ এই গ্রহণ ভারত থেকে দেখা যাবে না। ফলে হোলির সময়ের চন্দ্রগ্রহণে থাকবে না কোনও সূতককাল।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊