রাজ্যে শীঘ্রই দুই দফায় আসছে ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

Central force


সামনে লোকসভা নির্বাচন। ইতিমধ্যে রাজনৈতিক দলগুলি ঘুঁটি সাজাতে শুরু করেছে অন্যদিকে প্রস্তুতি তুঙ্গে নির্বাচন কমিশনেরও। এবারের দেশের সাধারণ নির্বাচনের জন্য বাংলার জন্য সবথেকে বেশি কেন্দ্রীয় বাহিনী চেয়েছে কমিশন। সূত্রের খবর কমিশনের তরফে ৯২০ কোম্পানি কেন্দ্রীয় কোম্পানি চাওয়া হয়েছিল রাজ্য়ের জন্য।



এখনও নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ হয়নি তার আগেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। জানা গেছে, ১লা মার্চ বাংলায় আসছে ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আর ৭ মার্চ আসছে আরও ৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগেই বাংলায় চলে আসছে সব মিলিয়ে ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এদিকে ৩রা মার্চ রাজ্যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসার খবর রয়েছে।



অতীতের অশান্তির পুনরাবৃত্তি রুখতে ডিএম-এসপিদের বৈঠকে সতর্ক করা হয়েছে বলে খবর। এদিকে সন্দেশখালি নিয়ে রোজকার রিপোর্ট চাওয়া হয়েছিল কমিশনের তরফে। বেনজির ভাবে ভোট ঘোষনার আগেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। কোথায় কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে তা নিয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। সাধারণ ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন তার জন্য সব ব্য়বস্থা করা হচ্ছে। তার আগে মোতায়েন করা হচ্ছে বিরাট কেন্দ্রীয় বাহিনী এমনটাই খবর সূত্রের।