'অশ্বিনের সেঞ্চুরি', প্রথম ভারতীয় হিসেবে টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে নয়া রেকর্ড অশ্বিনের। 

Ashwin



শুরু ভারত বনাম ইংল্যান্ডের চতুর্থ টেস্ট। আর চতুর্থ টেস্টে বড় রেকর্ড গড়লেন অশ্বিন। ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে ৫০০ টেস্ট উইকেট নেওয়ার নজির গড়েছেন রবিচন্দ্রন অশ্বিন। এবার ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ১০০ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন অশ্বিন। প্রথম ভারতীয় হিসাবে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ১০০ উইকেটের মালিক তিনি।



রাঁচী টেস্টে নিজের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে জনি বেয়ারস্টোর উইকেট তুলে নেন অশ্বিন। অশ্বিন দ্বিতীয় বোলার যিনি ভারত বনাম ইংল্যান্ড ম্যাচে ১০০ বা তার বেশি টেস্ট উইকেট নিয়েছেন। প্রথম জন জেমস অ্যান্ডারসন। ভারতের বিরুদ্ধে ১৪৫টি উইকেট নিয়ে রেকর্ড গড়েছেন তিনি।



ইংল্যান্ডের বিরুদ্ধে সব থেকে বেশি উইকেট নেওয়ার তালিকায় অশ্বিন। অশ্বিন ভারতীয়দের মধ্যে পিছনে ফেলে দিলেন ভাগবত চন্দ্রশেখর (৯৫), অনিল কুম্বলে (৯২), বিষণ সিংহ বেদী (৮৫), কপিল দেবের (৮৫) মতো বোলারদের।