Latest News

6/recent/ticker-posts

Ad Code

ধেয়ে আসছে পশ্চিমী ঝঞ্ঝা নামছে পারদ-পেটের দায়ে বাড়ির বাইরে

ধেয়ে আসছে পশ্চিমী ঝঞ্ঝা নামছে পারদ-পেটের দায়ে বাড়ির বাইরে 



ধেয়ে আসছে পশ্চিমী ঝঞ্ঝা নামছে পারদ। জলপাইগুড়িতে শীতের কামড় থেকে বাঁচতে ভরসা সেই চা।

যে চায়ের জন্য বিখ্যাত এই জেলা সেই জলপাইগুড়িতে রবিবারের সকালে পৌষের কনকনে ঠাণ্ডা থেকে রেহাই পেতে ভোর হতেই ভিড় জমলো চায়ের দোকান গুলিতে, কয়লার আগুনে কেটলিতে ধোঁয়া উঠছে আর তাকে ঘিরেই জটলার দৃশ্য দেখা গেল শহরের বিভিন্ন চায়ের দোকানে।

গত কয়েক দিন থেকেই নিম্নমুখী পারদ। পশ্চিমী ঝঞ্ঝার কারনে ভোর থেকেই জলপাইগুড়ি সহ সমগ্র উত্তরবঙ্গে ধেয়ে আসছে ঘন কুয়াশা, তাপমাত্রার পারদ ওঠা নামা করছে ৮-৯ এর মাঝে । যে কারনে সমগ্র জলপাইগুড়ি জেলা যেন ঠান্ডায় জুবুথুবু।

ঘন কুয়াশার কারনে দৃশ্যমানতা কমে যাওয়ায় রবিবারের বেলা গড়ালেও আলো জ্বেলে ছুটছে ছোটো থেকে বড় সব ধরনের যানবাহনে।

এরই মাঝে রুটিরুজির টানে পথে বেরিয়েছেন রিক্সা চালক সুশীল সরকার , শীতের দাপাদাপি প্রসঙ্গে সুশীল সরকারের সোজাসাপ্টা উত্তর, ঠান্ডা অনেক, রাস্তায় কুয়াশা কিন্তু পেটের দায়ে ঘরের বাইরে আসতেই হবে।

ঘন কুয়াশা সঙ্গে কনকনে ঠাণ্ডা এর মধ্যেই নিজের পেশার টানে শহরের দূরবর্তী গ্রাম কালিয়াগঞ্জ থেকে কর্মস্থলে আসা মোহাম্মদ মইনুল বলেন , আজ রোববার অনেক ঠান্ডা, গ্রামের দিকে ঠান্ডা বেশী কুয়াশায় রাস্তাঘাট দেখা যাচ্ছে না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code