WB Police: রাজ্য জুড়ে পুলিশের ২৮৫ জন ইনস্পেক্টরকে বদলি

WB Police: রাজ্য জুড়ে পুলিশের ২৮৫ জন ইনস্পেক্টরকে বদলি
photo source: internet


লোকসভা ভোটের আগে রাজ্য জুড়ে পুলিশে ব্যাপক রদবদল। এ বার রাজ্যের ২৮৫ জন ইনস্পেক্টরকে বদলি করা হল। আজ রাজ্য জুড়ে ইনস্পেক্টর পদমর্যাদার মোট ২৮৫ জন অফিসারকেকে বদলির বিজ্ঞপ্তি জারি করল সরকার।

ইনস্পেক্টর পদমর্যাদার ২৮৫ জন অফিসারকে বদলি করা হল। এপ্রিল মাস নাগাদ যেখানে লোকসভা ভোটের সম্ভাবনা ঠিক তার আগেই এই রদবদলকে রুটিন বদলি বলেই দাবি করা হয়েছে নবান্নের তরফে।


লোকসভা ভোটের আগে পুলিশের রদবদলের ঘটনা ঘটে থাকে। আসন্ন লোকসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশনের আবেদনে সাড়া দিয়ে ইতিমধ্যেই পুলিশের উঁচু পদ যেমন, আইপিএস এবং ডব্লুবিপিএস স্তরে রদবদল হয়েছে ইতিমধ্যেই। এ ছাড়া এসআই (সাব ইনস্পেক্টর) এবং এএসআই পদেও রদবদল হয়েছে। এ বার রদবদল হল ইনস্পেক্টর পদমর্যাদার অফিসারদের।