UGC NET DECEMBER RESULT


College Teacher Exam


UGC NET ডিসেম্বরের ফল প্রকাশ নিয়ে বড় খবর। ১৭ই জানুয়ারি ২০২৪ বুধবার UGC NET ডিসেম্বরের ফল প্রকাশ করবে। পরীক্ষার আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) তরফে জানানো হয়েছে অফিসিয়াল ওয়েবসাইট nta.ac.in এবং ugcnet.nta.ac.in থেকে রেজাল্ট জানতে পারবেন পরীক্ষার্থীরা।



UGC NET-র ফলাফল দেখতে পাবেন কীভাবে?


সরকারিভাবে UGC NET-র ফলাফল ঘোষণা হওয়ার পরে nta.ac.in বা ugcnet.nta.ac.in-তে যেতে হবে প্রার্থীদের।

হোমপেজে UGC NET-র ফলাফলের ডিরেক্ট লিঙ্কে ক্লিক করতে হবে।

নিজের অ্যাপ্লিকেশন নম্বর এবং জন্মতারিখ দিয়ে UGC NET-র রেজাল্ট দেখতে পারবেন প্রার্থীরা।



গত ৬ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত UGC NET-র ডিসেম্বর সেশনের পরীক্ষা নিয়েছিল এনটিএ। দেশের ২৯২টি শহরে ৮৩টি বিষয়ের পরীক্ষায় মোট ৯৪৫,৯১৮ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করেছে। ৩০ দিনের মাথায় UGC NET-র ডিসেম্বর সেশনের পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে চলেছে।



দেশের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ‘জুনিয়র রিসার্চ ফেলোশিপ' প্রদান এবং ‘অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’ নিয়োগের জন্য যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা ইউজিসি নেট। প্রতি বছর দুটি সেশনে পরীক্ষা নেয় এনটিএ।