আবেদনময়ী সাজে ছবি পোস্ট করে আলোচনায় বাংলাদেশের মডেল ও অভিনেত্রী পিয়া বিপাশা
সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে মডেল ও অভিনেত্রী পিয়া বিপাশা (Peya Bipasha) আবেদনময়ী ছবি। সম্প্রতি ফেসবুকে ও ইনস্টাগ্রামে বিভিন্ন পোশাকে আবেদনময়ী সাজে ছবি পোস্ট করে বাংলাদেশের এই অভিনেত্রী আলোচনায় এসেছে।
পিয়ার সৌন্দর্যের প্রশংসা সবার মুখে। বর্তমানে পিয়া (Peya Bipasha) আমেরিকায় থাকেন। যদিও ভক্তদের অভিযোগ আমেরিকা গিয়ে বদলে গেছেন এই অভিনেত্রী।
২০১২ সালে বাংলাদেশে লাক্স প্রতিযোগিতার মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন পিয়া বিপাশা (Peya Bipasha)। এ প্রতিযোগিতায় সেরা দশে পৌঁছানোর পর হঠাৎ ক্যাম্পেইন বুথ থেকে বেরিয়ে যান তিনি। এরপর বিজ্ঞাপনে নাম লেখান। ২০১৩ সালে ‘দ্বিতীয় মাত্র’ নাটকে তাহসান খানের বিপরীতে অভিনয় করেন। এটি তার প্রথম নাটক।
এরপর বড় বড় প্রতিষ্ঠানের পণ্যের বিজ্ঞাপনে মডেল হয়েছেন পিয়া বিপাশা (Peya Bipasha)। হাজির হয়েছেন ছোট পর্দায়। আফরান নিশো, জিয়াউল ফারুক অপূর্ব, রিয়াজ, আহমেদ রুবেল, আফজাল হোসেন, চঞ্চল চৌধুরীর মতো অভিনেতাদের সাথে অভিনয় করেছেন পিয়া (Peya Bipasha)।
২০১৬ সালে ‘রুদ্র দ্য গ্যাংস্টার’ চলচ্চিত্রে অভিষেক ঘটে পিয়া বিপাশার (Peya Bipasha)। এতে তার বিপরীতে অভিনয় করেন এবিএম সুমন। অ্যাকশন ঘরানার এ সিনেমা পরিচালনা করেন সায়েম জাফর ইমামি। তারপর ডজনখানেক সিনেমায় চুক্তিবদ্ধ হন পিয়া (Peya Bipasha)। কিন্তু অজানা কারণে কোনো কোনো সিনেমা থেকে বাদ পড়েন; আবার কোনোটি থেকে স্বেচ্ছায় সরে যান এই অভিনেত্রী (Peya Bipasha)।
এরই মাঝে বিবাহবন্ধনে আবদ্ধ হন পিয়া বিপাশা (Peya Bipasha)। কিন্তু সংসার জীবনেও ছন্দপতন ঘটে। ভেঙে যায় পিয়ার (Peya Bipasha) প্রথম বিয়ে। তারপর বিরতি নিয়ে ফের সম্পর্কে জড়ান তিনি। যদিও এ প্রেমের বিষয়ে তেমন তথ্য প্রকাশ করেননি। কয়েক বছর পর এ সম্পর্ক থেকেও বেরিয়ে আসেন এই অভিনেত্রী।
এ সম্পর্ক থেকে বেরিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক রিজবেইয়ের সঙ্গে সম্পর্কে জড়ান পিয়া (Peya Bipasha)। চার মাসের জানাশোনার পর ২০১৯ সালের ২১ জুলাই পারিবারিকভাবে বাগদান সারেন পিয়া। পিয়া বিপাশা বলেছিলেন, ‘আমার বেশ কয়েকজন কাজিন যুক্তরাষ্ট্রে থাকেন। আমার এক ভগ্নিপতির সঙ্গে ওই ছেলের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সেই সূত্র ধরে ছেলের সঙ্গে পরিচয়। পরিচয়ের পর থেকেই দুজনের দুজনকে পছন্দ হয়।’
এরপর প্রেমিককে বিয়ে করে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে স্থায়ীভাবে বসবাস করছেন পিয়া বিপাশা (Peya Bipasha)। এরপর মিসেস ওয়ার্ল্ডে অংশ নেন তিনি। পিয়া বাংলাদেশের দ্বিতীয় বাঙালি নারী যে এ প্রতিযোগিতায় অংশ নেন। পিয়া জানান (Peya Bipasha), নিউ ইয়র্কে অবস্থিত তার স্বামী, শ্বশুর-শাশুড়ি—সবাই অনুষ্ঠানটিতে লড়ার জন্য সহযোগিতা করেছেন। এ প্রতিযোগিতায় অংশ নিতে গিয়ে নিজেকে বদলে ফেলার মিশনে নামেন পিয়া বিপাশা (Peya Bipasha); কমিয়ে ফেলেন ওজন।
0 মন্তব্যসমূহ
thanks