Today Weather News: আগামী ৫ দিন কেমন থাকবে বঙ্গের আবহাওয়া? শীত কি কমবে? জানুন আবহাওয়ার খবর

Today Weather News


রবিবার সকাল থেকে ক্রমশ তান্ডব দেখিয়েছে শীত, যত সময় বেড়েছে শীতের দাপট, সাথে দোসর হয়েছে কুয়াশা। মেঘাচ্ছন্ন আকাশে এমন কুয়াশার চাঁদর বিছানো শীত আর কতদিন, বঙ্গবাসীর কাছে এখন এটাই প্রশ্ন।


আবহাওয়া দপ্তরের খবর অনুসারে (Today Weather News) এই সপ্তাহেও কমবেশি একই রকম আবহাওয়া থাকবে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে। এমনকি বেশ কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সাথে অনেক জায়গাতেই ঘন কুয়াশা থাকতে পারে বলে আনহাওয়া দপ্তর (Today Weather News) জানিয়েছে। তবে আগামী পাঁচ দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। অর্থাৎ এখনই কনকনে শীত থেকে রেহাই পাবে না বাংলা।


আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার দক্ষিণবঙ্গের জেলাগুলি মোটামুটি শুষ্ক থাকবে। তবে প্রায় সব জেলাতেই থাকবে কুয়াশা (Today Weather News)। আকাশ থাকতে পারে মেঘলা। আপাতত রোদের খুব একটা দেখা মিলবে না।


মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বৃষ্টি হবে বিক্ষিপ্ত ভাবে। সঙ্গে কুয়াশাচ্ছন্ন থাকতে পারে (Today Weather News)। ফলে দৃশ্যমানতা অনেকটাই কমে যাবে। আগামী বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্ত ভাবে। বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে হতে পারে হালকা বৃষ্টি। তবে ঠান্ডা মোটামুটি থাকবে দক্ষিণবঙ্গে। সর্বনিম্ন তাপমাত্রা আগামী পাঁচ দিন একই থাকবে। এখনই তা বৃদ্ধি পাবে না।


এদিকে উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে (Today Weather News) জানানো হয়েছে, সোমবার বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরের আট জেলাতেও। তবে মঙ্গলবার দার্জিলিং, কালিম্পঙে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবারও ওই দুই জেলায় হালকা বৃষ্টি হতে পারে। তবে বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী বৃহস্পতিবার উত্তরবঙ্গের (Today Weather News) আট জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে উত্তরের জেলাগুলিতে কুয়াশার প্রকোপ থাকবে। সোমবার আটটি জেলায় ঘন কুয়াশায় ঢাকা থাকবে। সেই সঙ্গে থাকবে কনকনে ঠান্ডা।