Teacher Recruitment Case: আজব কান্ড ! এই শিক্ষকদের সম্পর্কে কিছু জানেই না SSC !

Teacher Recruitment Case



এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় এবার আরও এক ‘চাঞ্চল্যকর’ তথ্য সামনে এলো। ৫৮ জনের শিক্ষকের চাকরি কীভাবে হয়েছে, তা খোদ কমিশনেরই অজানা ! জানাগেছে, কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দিয়ে কমিশন জানিয়েছে, ওই ৫৮ জন শিক্ষকের কোনও তথ্য তাদের কাছে নেই।


কমিশন আরও জানিয়েছে, ওই ৫৮ জন শিক্ষকের পার্সোনালিটি টেস্ট, ইন্টারভিউও নেওয়া হয়নি। এমনকি নিয়োগের প্যানেলও তাঁদের নাম ছিল না। ফলে তাঁরা কী ভাবে চাকরি পেলেন তা স্পষ্ট নয় খোদ কমিশনেরও।


প্রসঙ্গত স্কুল নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত করছে সিবিআই এবং ইডি। আদালতের নির্দেশে তদন্তে উঠে আসা তথ্য এসএসসিকে (SSC) পাঠায় সিবিআই। ওই তথ্য যাচাই করে বেআইনি নিয়োগ সম্পর্কে অবস্থান স্পষ্ট করে এসএসসি (SSC)। গত সপ্তাহে হাই কোর্টের বিশেষ বেঞ্চে এসএসসি ৫৮ জন শিক্ষকের নাম আদালতে রিপোর্ট আকারে জমা দেয়। তারা জানায়, নবম-দশম শ্রেণিতে ৪০ জন এবং একাদশ-দ্বাদশ শ্রেণিতে ১৮ জন, মোট ৫৮ জন শিক্ষকের খোঁজ মিলেছে। তাঁরা কী ভাবে চাকরি পেয়েছেন তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। তাঁদের কোনও তথ্য পাওয়া যাচ্ছে না।




এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সাদা খাতা জমা দিয়ে চাকরি পাওয়ার অভিযোগ রয়েছে। পরীক্ষা না দিয়েও অনেকে চাকরি পেয়েছেন বলে অভিযোগ। এ ক্ষেত্রে সে সব ছাড়াও নিয়োগ তালিকাতে নাম নেই এই ৫৮ জনের। কী ভাবে তারা চাকরির সুপারিশপত্র পেলেন তা খুঁজছে খোদ এসএসসিও (SSC)।