দিনহাটা St. Mary's School এ অনুষ্ঠিত হলো School Fete
সুজয় রায়, দিনহাটা, সংবাদ একলব্য:
আজ মঙ্গলবার দিনহাটা St. Mary's School এ অনুষ্ঠিত হলো "School Fete"। প্রতিবারের মতো এবারও স্কুলের শিক্ষক - শিক্ষিকা, অন্যান্য স্টাফ, অভিভাবক এবং ছাত্রছাত্রীদের নিয়ে এই Fete অর্থাৎ মেলা অনুষ্ঠিত হলো যার প্রধান লক্ষ্যই হলো দুঃস্থদের সাহায্য করা।
প্রিন্সিপাল সিস্টার ব্লেসি ম্যাথিউ জানিয়েছেন- স্কুলের এই "Fete" কে মেলা বলার কারণ হলো অন্যান্য মেলার মতোই এখানে বিভিন্ন খাবারের দোকান বসে, বাচ্চাদের খেলার স্টলও থাকে। সঙ্গে স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। ঠিক মেলার মতোই এখানে সব খাবার যেমন কিনে খেতে হয় ঠিক তেমনি অনুষ্ঠান দেখতে গেলেও টিকিট কেটে ঢুকতে হয়। পার্থক্য এটাই যে এই মেলায় খাবার ও অনুষ্ঠান বাবদ কুপন থেকে প্রাপ্য অর্থের পুরোটাই যায় গরীব - দুঃস্থ দের সাহায্যের জন্য।
স্কুলের শিক্ষা ও অন্যান্য শিক্ষামূলক কার্যকলাপের পাশাপাশি এই সামাজিক কর্মকাণ্ডের জন্য ছাত্র ছাত্রী থেকে অভিভাবক সকলেই স্কুলের প্রিন্সিপাল সহ অন্যান্যদের ভুয়সী প্রশংসা করেছেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊