Latest News

6/recent/ticker-posts

Ad Code

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর লেখা হুব্বা' সিনেমার উচ্ছাস নাচ গানের সাথে উদযাপন করেছেন সিনেমা প্রেমীরা

হুব্বা' সিনেমার উচ্ছাস নাচ গানের সাথে উদযাপন করেছেন সিনেমা প্রেমীরা

Hubba


গত ১৯ শে জানুয়ারি মুক্তি পেয়েছে 'হুব্বা' সিনেমা।এই সিনেমা প্রশংসিত হয়েছে (হুব্বা IMDB রেটিং ৭.৫/১০)। কলকাতার পাশাপাশি বাংলাদেশেও একইদিনে মুক্তি পেলো হুগলির এক সময়ের ত্রাস বা ডন ‘হুব্বা শ্যামল’-এর জীবননির্ভর সিনেমা ‘হুব্বা’


পশ্চিমবঙ্গের মন্ত্রী এবং নাট্যকার ব্রাত্য বসু এই সিনেমা লিখেছেন এবং পরিচালনা করেছে।



হুব্বার চরিত্রে দেখা গিয়েছে বাংলাদেশের মোশারফ করিমকে ও সিআইডি অফিসারের ভূমিকায় দেখা গেল ইন্দ্রনীল সেনগুপ্তকে। এই সিনেমাতে হুব্বার একাধিক খুন দুর্নীতির ঝলক যেমন পাওয়া গেছে তেমনি ব্যক্তিগত জীবনও তুলে ধরেছেন পরিচালক।



দক্ষিণ দমদম পৌরসভার ১৫নম্বর ওয়ার্ডের পৌরপিতা দেবাশীষ ব্যানার্জির ডায়মন্ড প্লাজার PVR-এ সপরিবারে সিনেমা দেখতে আসেন দমদমের অধিকাংশ মানুষই এদিন সিনেমা হল ভরিয়ে দিয়েছে হুব্বা দেখে তাদের প্রতিক্রিয়া অসাধারণ। সিনেমার পরিচালক ব্রাত্য বসুর পরিচালনা এবং বাকিদের অভিনয় দক্ষতা নিয়ে প্রশংসায় রীতিমতো নাচ গানের সাথে উদযাপন করেছেন সিনেমা প্রেমীরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code