শীতের সন্ধ্যা উত্তপ্ত হয়ে উঠল এক শিশুকে চড় মারার ঘটনায়
জলপাইগুড়ির শীতের সন্ধ্যায় পরিবেশ উত্তপ্ত হয়ে উঠল এক শিশুকে চড় মারার ঘটনায়। জানা গেছে, কদমতলা মোড়ে অবস্থিত একটি বিরিয়ানির দোকানে খাবার খেতে আসায় দোকান কর্মীদের হাতে চড় খেতে হয়৷
ওই স্থানে ডিউটিতে থাকা ট্রাফিক পুলিশ ছুঁটে আসে ঘটনাস্থলে। খবর দেওয়া হয় কোতয়ালি থানায়। শেষ পর্যন্ত ওই বিরিয়ানির দোকানের ২ কর্মীকে আটক করে কোতোয়ালি থানায় নিয়ে আসা হয়। তারা দুজনেই মদ্যপ অবস্থায় ছিল। একজনের নাম রঞ্জিত দাস(২৮), অপরজন সানি মাহাতো( ১৯)।
আটক ওই দুজনের বক্তব্য ওই বাচ্চা এঁটো খাবার দেওয়া হচ্ছে বলে চিৎকার করায় চড় মেরেছি।
এ প্রসঙ্গে ঘটনাস্থলে কর্তব্যরত অবস্থায় থাকা পুলিশ কর্মী জানান- আমি ডিউটিতে ছিলাম। চিৎকার শুনে এসে জানতে পারি বাচ্চাকে বিরিয়ানি দিতে অস্বীকার করেছে দোকানের স্টাফ। এরপর দু-এক কথায় নাকি তাকে মেরেছে।
অন্যদিকে, শিশু চাইল্ড ডেভেলপমেন্ট ফোরামের সম্পাদক মধুমিতা দাসও ওই সময় ছুঁটে যান এবং পরবর্তীতে আহত বাচ্চাটিকে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। পাশাপাশি এও জানা যাচ্ছে- বাড়িতে দিদির কাছেই থাকায় মধুমিতা দাস হাসপাতাল থেকে সোজা নিয়ে আসেন কোতোয়ালি থানায়। শারীরিক নির্যাতনের কথা জানতে পেরে ছুঁটে আসেন সিডাব্লুসি-র সদস্যও।
বিরিয়ানি দোকানের মালিক এ বিষয়ে জানান- আমি সে সময় দোকানে ছিলাম না এবং স্টাফদেরও পারিশ্রমিক দিয়ে ছেড়ে দিয়েছিলাম। ফের মদ্যপ অবস্থায় দোকানে আসায় এমন ঘটনা ঘটেছে। আমি কোনোভাবেই এই ধরনের ঘটনাকে সমর্থন করি না।
সুত্র মারফৎ জানা যাচ্ছে আহত ওই শিশুটির বাড়ি জলপাইগুড়ি শহর সংলগ্ন খড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। বাড়িতে মা-বাবা দুজনই অনুপস্থিত। ২ দিদি আছে। বাড়িতে সে ভাবে কেউ না থাকায় পুলিশ প্রশাসনের তরফে বাচ্চাটিকে হোমে পাঠানোর ব্যবস্থা করা হয়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊