Latest News

6/recent/ticker-posts

Ad Code

পদ্মশ্রী পাচ্ছেন বড় লোকের বেটি লো-র শ্রষ্টা রতন কাহার

পদ্মশ্রী পাচ্ছেন বড় লোকের বেটি লো-র শ্রষ্টা রতন কাহার

Ratan Kahar


বীরভূম:

তালিকায় নাম উঠল লোকশিল্পী রতন কাহারের। এত গান লিখেও সংসার চলছে না! একসময় আক্ষেপ করেছিলেন রতন কাহার। এবার সেই লোকশিল্পী, গায়ক পেতে চলেছেন পদ্মশ্রী পুরস্কার। সন্ধ্যায় দিল্লি থেকে তাঁকে ফোনে পাওয়া যায় নি। জেলাশাসকের দফতরে যোগাযোগ করা হয়। ভাদু গান গেয়ে যৌবনে জীবন শুরু করেছিলেন রতন। পরে শুরু করেন গান বাঁধতে। জেলায় জেলায় ঘুরে গান শুনিয়েছেন। প্রসার ভারতীতেও গেয়েছেন অনেকবা। কিন্তু নিয়মিত সুযোগ পাননি সেখানেও।

বড়লোকের বেটি লো, লম্বা লম্বা চুল'-এই গানটি অনেকেরই পরিচিত। গানটির রচয়িতা রতন কাহার। ১৯৭২ সালে তিনি এই গানটি লিখেছিলেন। রতন কাহারও বৃদ্ধ হয়েছেন। বয়স ৮৮ বছর। একের পর এক লোকসঙ্গীতের ধারাকে সমৃদ্ধ করে গিয়েছেন তিনি। ছোট বড় মিলিয়ে অনেক পুরস্কার পেয়েছেন। পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র, তথ্য সংস্কৃতি বিভাগ বিভিন্ন সম্মাননা কিম্বা পুরষ্কার রয়েছে তার ঝুলিতে।




বৃহস্পতিবার রাতে প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে পদ্ম পুরস্কার 2024 ঘোষণা করা হয়েছিল। পদ্মভূষণ সম্মান পাচ্ছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। পদ্মভূষণ দেওয়া হচ্ছে জনপ্রিয় সঙ্গীতশিল্পী ঊষা উত্থুপকেও। পদ্ম বিভূষণ পাচ্ছেন ৫ জন। ১৭ জনকে পদ্মভূষণ সম্মানে সম্মানিত করা হয়েছে। পদ্মশ্রী পেয়েছেন ১১০ জন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code