Primary Recruitment case: মৃত্যুর পরে ‘মাস্টারমশাই’ হলেন চার জন

Primary Recruitment case


একদিকে নিয়োগের দাবীতে যখন রাজ্যে বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন চলছে ঠিক সেই সময় চাকরীর নিয়োগপত্র দেওয়া হচ্ছে এমন লোককে যার কয়েকজন স্বর্গবাসী তো বেশিরভাগই ৬০ বছর বয়স পেরিয়ে গেছে। এমন কান্ডের সাক্ষী হুগলি জেলা।


সম্প্রতি ৬৬ জনকে নিয়োগপত্র দিয়েছে হুগলির প্রাথমিক শিক্ষা সংসদ। দেখা গিয়েছে, তাঁদের সকলেরই বয়স ৬০ পেরিয়ে গিয়েছে। এবং চার জন ইতিমধ্যে প্রয়াতও হয়েছেন। এই ঘটনায় শোরগোল পড়েছে জেলা জুড়ে।


আনন্দবাজার পত্রিকা সূত্রে জানাগিয়েছে- প্রশিক্ষণপ্রাপ্ত হওয়া সত্ত্বেও চাকরি মেলেনি বাম আমলে। পরে নাকি প্যানেলই বাতিল করে দেওয়া হয়েছিল! আইন-আদালতের দরজায় কড়া নেড়েও সুরাহা হয়নি। স্রেফ অপেক্ষাতেই এতগুলি বছর কাটিয়ে দিয়েছিলেন তাঁরা। এখন সকলেই ৬০ অতিক্রম করেছেন। এত বছর পর যখন অবশেষে নিয়োগপত্র হাতে পেলেন, অবসরের বয়সই পেরিয়ে গিয়েছে তাঁদের!


এই ঘটনায় তদন্তের দাবি জানিয়েছে বাম প্রভাবিত শিক্ষক সংগঠন এবিপিটিএ। বিজেপির কটাক্ষ, অকর্মণ্যদের দিয়ে কাজ করালে এমনই হয়। এ নিয়ে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের তরফে এ বিষয়ে সরকারি ভাবে কিছু জানানো না হলেও সূত্রের খবর, ২০২৩ সালের ২০ ডিসেম্বর কলকাতা হাই কোর্ট চাকরিপ্রার্থীদের নিয়োগ দেওয়ার নির্দেশ দেয়। সেই মতোই নিয়োগপত্র দেওয়া হয়েছে ৬৬ জনকে। তাঁদের চাকরিতে নিয়োগ কার্যকর হয়েছে ২০১৪ সালের ৮ অগস্ট থেকে।