Latest News

6/recent/ticker-posts

Ad Code

Pratul Mukhopaddhay: অসুস্থ সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়, হাসপাতালে দেখতে মুখ্যমন্ত্রী

Pratul Mukhopaddhay: অসুস্থ সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়, হাসপাতালে দেখতে মুখ্যমন্ত্রী

Pratul Mukhopaddhay

Music artist Pratul Mukhopaddhay is critically ill: বাংলার সঙ্গীতজগতে প্রতুল মুখোপাধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন শিল্পী। তাঁর কণ্ঠে ‘আমি বাংলায় গান গাই’ সহ একাধিক গান জনপ্রিয়তার শীর্ষে। তাঁর কণ্ঠে ‘ডিঙা ভাসাও সাগরে’ গানটিও বিপুল জনপ্রিয়।

বেশ কিছু দিন ধরেই হাসপাতালে ভর্তি রয়েছেন শিল্পী। তাঁকে রাখা হয়েছে পিজির উডবার্ন ব্লকে। হাসপাতাল সূত্রে খবর শিল্পী বার্ধক্যজনিত সমস্যা, নিউমোনিয়া, ফুসফুসের সংক্রমণে ভুগছেন।

সোমবার বিকেল পৌনে পাঁচটার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করতে যান শিল্পীর সাথে। হাসপাতালে শিল্পীর কেবিনে দীর্ঘক্ষণ সময় কাটান মুখমন্ত্রী। আর সেখানেই শিল্পীর কণ্ঠে শুনলেন ‘আমি বাংলায় গান গাই’ গানটি। সেই ভিডিও নিজেই শেয়ার করেছেন মুখ্যমন্ত্রী, জানিয়েছেন- "শিল্পী প্রতুল মুখোপাধ্যায়ের কণ্ঠে আমি বাংলায় গান গাই বরাবরই এক দারুণ অভিজ্ঞতা। এসএসকেএম-এ তাঁকে দেখতে গিয়ে সেই কণ্ঠ শুনে মন ভরে গেল আনন্দে। শিল্পী ধীরে ধীরে সুস্থ হচ্ছেন, এটা সত্যিই খুশির খবর। তাঁর দ্রুত সুস্থতা কামনা করি।"


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code