DA protest: DA-এর দাবীতে এবার মহামিছিল সংগ্রামী যৌথ মঞ্চের
সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৪ শতাংশ মহার্ঘ্যভাতা (Dearness Allowance) ঘোষণা করেছিলেন যা জানুয়ারি ২০২৪ থেকে কার্যকর হবে বলে অর্থদপ্তর থেকে বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে। কিন্তু যেখানে মহার্ঘভাতা ৪০ শতাংশ বাকি সেখানে যে মাত্র ৪ শতাংশ মহার্ঘভাতা কিছুতেই মেনে নিতে পারেননি সরকারী কর্মচারীরা।
তাই সরকারী কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে আগামী ১৯ জানুয়ারি কলকাতায় মহামিছিলের ডাক দেওয়া হয়েছে। ইতিমধ্যে ব্যাপক প্রচার শুরু করে দিয়েছে সংগঠনটি।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দেখা করার দাবি জানিয়েছেন তারা। সেই দাবি পূর্ণ না হলে লাগাতর অনশনের ডাক দিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। শুধু তাই নয়, সরকারি অফিসেও অচলাবস্থা তৈরির হুঁশিয়ারিও দিয়েছেন সাংবাদিক বৈঠকে।
মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানিয়েছেন, “এর আগে মুখ্যসচিবের সঙ্গে দেখা করেছি। কিন্তু কোনও লাভ হয়নি। এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে চাই। উনি এসে সমস্যা মেটান। যদি সমস্যা না মেটান তবে ওইদিন থেকে লাগাতার অনশন শুরু হবে।"
শুধু অনশন নয়, সরকারি অফিসে অচলাবস্থা তৈরির হুঁশিয়ারিও দিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। ২৯ জানুয়ারি থেকে লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊