Latest News

6/recent/ticker-posts

Ad Code

বাঙালির মন পেতে বড় চমক, মমতার সরকারের পথেই মোদীর সরকার!

বাঙালির মন পেতে বড় চমক মোদী সরকারের

Durga Puja


বাঙালির মন পেতে বড় চমক মোদী সরকারের। সামনেই লোকসভা নির্বাচন আর তার আগে বাঙালির মন বড় চমক দিয়ে দিল বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। রাজ্যের ৩৫টি দুর্গাপুজো কমিটিকে আর্থিক পুরস্কার দিল মোদি সরকার। জানা গেছে, ১০টি বড় পুজো কমিটিকে ১ লক্ষ টাকা করে এবং ২৫টি পুজো কমিটিকে ৫০ হাজার টাকা করে দেওয়া হবে।




কলকাতার বিজেপি কাউন্সিলর সজল ঘোষের পুজো হিসেবে পরিচিত সন্তোষ মিত্র স্কোয়ার, বেহালা ক্লাব ও নন্দীগ্রামের একটি পুজো-সহ ১০টি বড় পুজো কমিটিকে ১ লক্ষ টাকা করে এবং ২৫টি পুজো কমিটিকে ৫০ হাজার টাকা করে। সব মিলিয়ে ২২ লক্ষ ৫০ হাজার টাকা অনুদান প্রদান।



রবিবার আলিপুরে 'বাংলা আবার' নামে একটি সংগঠনের সঙ্গে যৌথ উদ্যোগে, পুজো কমিটির প্রতিনিধিদের হাতে চেক তুলে দেওয়া হয়। এদিন উপস্থিত ছিলেন 'পদ্মশ্রী' নির্বাচিত প্রখ্যাত প্রতিমাশিল্পী সনাতন রুদ্র পাল।




গত কয়েক বছর ধরে রাজ্যের দুর্গাপূজা কমিটি গুলিকে অনুদান দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার। গত বছর ৬০০০০ থেকে বাড়িয়ে ৭০০০০ টাকা অনুদান দেওয়া হয়। একই পথে হেঁটেছিল বঙ্গ বিজেপিও। রাজ্যের বেশ কিছু পুজো মণ্ডপকে অনুদান দিয়েছিল বিজেপি। তবে এবার সরাসরি বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্র সরকার থেকে অনুদান দেওয়া হল। আর এই অনুদানকে লোকসভায় বিজেপির বাড়তি অক্সিজেন জোগানোর হাতিয়ার বলেই মনে করা হচ্ছে। আজ মমতা যা করেন, মোদি তা কাল করেন বলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code