Latest News

6/recent/ticker-posts

Ad Code

আবারো পরীক্ষা, আজও গ্রামের বাচ্চাদের মনে জীবন্ত হয়ে আছে ছোট্ট অর্জুনের কথা

আবারো পরীক্ষা, আজও গ্রামের বাচ্চাদের মনে জীবন্ত হয়ে আছে ছোট্ট অর্জুনের কথা




শুরু হবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা। রাস্তা ঘাট, ভিড়, যানবাহন পেরিয়ে জীবনের প্রথম পরীক্ষা দিতে যাবে বহু ক্ষুদে। কিন্তু আজও মান্তাদারি গ্রাম পঞ্চায়েতের মহারাজ ঘাট গ্রামের বাচ্চাদের মনে জীবন্ত হয়ে আছে ছোট্ট অর্জুনের কথা। পরীক্ষা দিতে গিয়ে হাতির হানায় প্রাণ হারিয়েছিল অর্জুন। পুরো গ্রাম কান্নায় ফেটে পড়েছিল সেদিন। আজ সেই রাস্তা মোটা গাছের গুঁড়ি দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। কেউ আর যাতায়াত করে না সেই রাস্তা দিয়ে। দেখতে দেখতে পেরিয়ে গেছে একটা বছর। ফের যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না হয় সেদিকেই নজর দিতে প্রস্তুত বনদফতর।

ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই শুরু হবে পরীক্ষা। আবারও যেন এমন ঘটনা না ঘটে সেদিকে নজর রেখে বনদফতরের তরফে জঙ্গল লাগোয়া সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, বনদফতর সূত্রে খবর, জঙ্গল এলাকার ছাত্রছাত্রীদের জন্য বিশেষ বাস পরিবহনের ব্যবস্থা করবে প্রশাসন। আর যেন গরীব ঘরের মায়ের কোল ফাঁকা না হয় সেই কারণেই এই বিশেষ ব্যবস্থা। এছাড়াও বনদফতরের কড়া টহলদারি চলবে বিভিন্ন এলাকায়।

জীবনের প্রথম পরীক্ষা মাধ্যমিক দিতে সকল পরীক্ষার্থীর প্রস্তুতি তুঙ্গে। এক বছর আগে সেই ছোট্ট কিশোর ছেলেটাও প্রস্তুতি নিয়েছিল জীবন গড়ার লক্ষ্যে। বাবার সঙ্গে বাইকে পরীক্ষা দিতে বেরিয়েছিল ভবিষ্যতের স্বপ্ন বুনে। জীবনের প্রথম বড় পরীক্ষা দেবে বলে কথা। কিন্তু তা আর হয়ে উঠে না। রাস্তায় হাতির হানায় প্রাণ হারায় ১৬ বছরের পরীক্ষার্থী অর্জুন দাস। দেখতে দেখতে বছর পেরিয়ে ফের চলে এলো মাধ্যমিক পরীক্ষা। এবার যাতে সুষ্ঠু ভাবে পরীক্ষা সম্পন্ন হয় সে কারণেই বনদফতরের এরকম কড়া ব্যবস্থা। এতে খুশি জঙ্গল লাগোয়া ছাত্র-ছাত্রীসহ অভিভাবকেরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code