মহুয়া মৈত্রের সাংসদ পদ বাতিলের কারণ জানতে চাইলো শীর্ষ আদালত 

Mahua Maitra



মহুয়া মৈত্রের সাংসদ পদ বাতিলের কারণ জানতে চাইল আদালত। আজ কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর সাংসদ পদ বাতিল মামলা ওঠে দেশের শীর্ষ আদালতে। দেশের শীর্ষ আদালত মহুয়ার সাংসদ পদ কেন বাতিল হল জানতে চেয়েছে লোকসভার সচিবালয় থেকে। ৩ সপ্তাহের মধ্যে সচিবালয়কে জবাব দিতে বলা হয়েছে। মামলার পরবর্তী শুনানি মার্চের ১১ তারিখের পর।



টাকার বিনিময় সংসদে প্রশ্ন তোলার অভিযোগ ওঠে সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে। এরপর এথিক্স কমিটির প্রস্তাবে সংসদ থেকে বহিষ্কার করা হয় মহুয়াকে। এরপর মহুয়ার বাংলো ফেরৎ নেওয়া হয়। এর বিরুদ্ধে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হন মহুয়া মৈত্র। গত মাসে মামলার দ্রুত শুনানির আর্জিও জানান মহুয়া। তবে সেই আর্জি খারিজ হয়ে যায়। বুধবার ওই মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে।



আজ দেশের শীর্ষ আদালত সংসদের সচিবালয়-সহ সব পক্ষকে নোটিস পাঠানোর নির্দেশ দিয়েছে। আগামী ৩ সপ্তাহের মধ্যে সব পক্ষকে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে মহুয়াকে ততদিন সংসদের কার্যপ্রণালীতে যোগ দেওয়ার অনুমতি দেওয়া হয়নি। পাশাপাশি বাংলো ফেরতের বিষয়ে কোনওরকম স্বস্তি তিনি পাননি। আদালত জানিয়েছে, বাংলো সংক্রান্ত পৃথক একটি মামলা চলছে। তাই এখানে এটা নিয়ে মন্তব্য নিষ্প্রয়োজন।