প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বড়সড় নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের


Abhijit Gangopadhyay


প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বড়সড় নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আগামী ১০ দিনের মধ্যে ৪২ হাজার ৯৪৯ জন শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশের নির্দেশ দিলেন বিচারপতি।



২০১৪-এর টেটের ২০১৬ ও ২০২০ এর নিয়োগ কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহা প্রাথমিক শিক্ষা পর্ষদকে প্যানেল প্রকাশের নির্দেশ দেন। সেই অনুযায়ী গত ১২ই ডিসেম্বর হলফনামা জমা দেয় পর্ষদ। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে প্যানেল প্রকাশ করা হয় বলে জানানো হয়েছে। যদিও পর্ষদের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে সেই যুক্তিকে খারিজ করে বিচারপতি সিনহা। এরপর ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় পর্ষদ।



বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে শুনানিতে ৪২ হাজার ৯৪৯ জন শিক্ষক নিয়োগের প্যানেল আগামী ১০ দিনের মধ্যে প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১৫ জানুয়ারি মামলার পরবর্তী শুনানির ধার্য করা হয়েছে। প্যানেল প্রকাশ আগেই হয়ে থাকলে হার্ড ও সফট কপি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে পেশের নির্দেশ প্রাথমিক শিক্ষা পর্ষদকে।