Madhyamik Exam 2024: মাধ্যমিকের সময় বদল নিয়ে রাজ্যকে ভর্ৎসনা হাইকোর্টের


SEP
File Picture 



মাধ্যমিক পরীক্ষা যখন ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে তখন পরীক্ষার সময় বদল করে মধ্যশিক্ষা পর্ষদ। বেলা ১২টার পরিবর্তে সকাল ৯টা ৪৫ এ পরীক্ষা শুরুর কথা জানিয়ে বিজ্ঞপ্তি দেয় বোর্ড। আর এবার তা নিয়েই জল গড়ায় আদালতে। এদিকে উচ্চমাধ্যমিক শুরু হতে বাকি এক মাসেরও কম সময়। এই পরিস্থিতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষাও এগিয়ে নিয়ে আনা হয়। পরীক্ষার দিন থাকছে অপরিবর্তিত, জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। তবে সময় মাধ্যমিক এগোল ২ ঘণ্টা। উচ্চমাধ্যমিক এগোল ২ ঘণ্টা ১৫ মিনিট। এই সিদ্ধান্তের বিরুদ্ধেই আদালতের দ্বারস্থ হয়েছেন মামলাকারী।




সেই মামলায় রাজ্যকে ভর্ৎসনা করলো কলকাতা হাইকোর্ট। রাজ্যকে ভর্ৎসনা করলেও কোনোরূপ হস্তক্ষেপ করলো না আদালত। এদিন বিচারপতি বসু রাজ্যের কাছে সময় পরিবর্তনের কারণ জানতে চাইলে রাজ্য যানজট ইস্যুকে দাড় করায় আর তারপরেই বিচারপতি বলেন, ‘বোগাস যুক্তি। হঠাৎ এই বছর, এই সময়ে আপনাদের এটা মনে পড়ল কেন? এইসব ফালতু যুক্তি দিয়ে আপনাদের কর্তারা সিদ্ধান্ত নিচ্ছেন।’ তবে পরীক্ষার্থীরা নতুন করে বিভ্রান্তিতে পড়ুক, তা চান না বিচারপতি। আর তাই কোনো হস্তক্ষেপ করলেন না বিচারপতি।




সময় বদল না করে আবার পুনরায় পুরোনো সময়ে পরীক্ষা নেওয়ার আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন মামলাকারী। কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে দায়ের হয় এই মামলা। সময় বদল হলে পরীক্ষার্থীরা বিপাকে পড়বে বলে জানিয়ে আগের সময়েই পরীক্ষা নেওয়ার নির্দেশ দেওয়ার আর্জি জানিয়েছেন মামলাকারী।




আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ২০২৪-র মাধ্যমিক পরীক্ষা। শেষ হবে ১২ ফেব্রুয়ারি। এতদিন মাধ্যমিক শুরু হত সকাল ১১টা ৪৫-এ। শেষ হত দুপুর ৩টেয়। এবার সকাল ৯.৪৫ থেকে শুরু হবে আর শেষ দুপুর ১টায়। অন্যদিকে, ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু উচ্চমাধ্যমিক। চলবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। এতদিন পরীক্ষা শুরু হত বেলা ১২টায়। শেষ হত দুপুর ৩টে ১৫-য়। এবার পরীক্ষা শুরু হবে সকাল ৯.৪৫ থেকে। শেষ হবে দুপুর ১টায়।