Latest News

6/recent/ticker-posts

Ad Code

প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত

প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত 

Kanagna Ranaut


সম্প্রতি বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে নিয়ে প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। এক বিদেশীর হাত ধরে তাঁকে হাঁটতে দেখা যায় আর তারপরেই কঙ্গনা রানাওয়াতকে ভরে যায় সোশ্যাল মিডিয়া থেকে সংবাদ মাধ্যম। মনে করা হচ্ছিল সেই অপরিচিত বিদেশীর সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে কঙ্গনার। কিন্তু এবার মুখ খুললেন স্বয়ং অভিনেত্রী। নিজের সোশ্যাল হ্যাণ্ডেলে লিখলেন লম্বা বার্তা।




নিজের Instagram -এর স্টোরিতে কঙ্গনা লিখেছেন, ‘‘আমার সঙ্গে এক জন রহস্যময় পুরুষকে দেখার পর অনেক ফোন এবং মেসেজ পাচ্ছি। ইন্ডাস্ট্রির সংবাদমাধ্যম বিভিন্ন রকম কুরুচিকর খবর তৈরি করেছে।’’ তিনি আরও লেখেন, ‘‘কিন্তু এক জন পুরুষ এবং মহিলা হাত ধরে ঘুরলে তার মধ্যে যৌনতার বাইরেও কিছু থাকতে পারে! সহকর্মী, বন্ধু, ভাই-বোন। এমনকি একজন অসাধারণ কেশসজ্জা শিল্পী এবং অন্য জন তার কাছে দীর্ঘ দিন কেশসজ্জা করাতেও পারে।’’





এক বিদেশি পুরুষের হাত ধরে রূপটান কেন্দ্র থেকে বেড়িয়ে আসছিলেন কঙ্গনা। সাধারণত দেহরক্ষী বাদে অভিনেত্রীর পাশে কোনো পুরুষ মানুষকে দেখা যায় না। হঠাৎই এক বিদেশীকে চোখে পড়ার শুরু হয় খোঁজ খবর। পরে জানা যায় ওই বিদেশীর নাম লইক চাপোইক্সি। ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠ, একজন কেশ সজ্জাকারী, যিনি ফরাসি। এরপরেই শুরু হয় জল্পনা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code