Japan Plane Crash: জাপানে দুই বিমানের সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ড,মৃত ৫

Japan Plane Crash: জাপানে দুই বিমানের সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ড

Japan Plane Crashসোমবার স্থানীয় সময় বিকেল চারটে নাগাদ প্রবল ভূমিকম্প (Japan Earthquake) হয় জাপানের নানা শহরে। উপকূলবর্তী এলাকার মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয় নিরাপদ আশ্রয়ে। 5 মিটারের বেশি উচ্চতার সুনামির সম্ভাবনায় জারি হয়েছে সতর্কতা। জাপানের সংবাদমাধ্যম সূত্রে খবর, ইশিকাওয়ার নোটো এলাকায় কম্পনের উৎসস্থল। টোকিও সহ একাধিক জায়গায় কম্পনের খবর জানা গেছে।

জানা যায় প্রবল কম্পনে কেঁপে ওঠার পর আফটার শক দেখা যায় ইশিকাওয়া অঞ্চলে। প্রবল আতঙ্কের সৃষ্টি হয় এলাকাজুড়ে। জাপানে ভূমিকম্পের জেরে বহু বাড়ি ভেঙে পড়ার খবর মেলে। প্রবল কম্পনের জেরে কতজন হতাহত, সে বিষয়ে এখনও সস্পষ্ট কোনও খবর মেলেনি। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় অনেক পোস্টে জাপানে সড়কে ফাটল থেকে বাড়ি ঘর ভেঙে পড়ার মতো ছবিও উঠে এসেছে।

এবার জাপানে আগুন ধরে গেল যাত্রী বোঝাই বিমানে (Japan Plane Fire)। আজ ২ জানুয়ারি টোকিওর হানিদা বিমানবন্দরে জাপান এয়ারলাইন্সের Flight JL516-র এক বিমানের সঙ্গে ধাক্কা লাগে উপকূল রক্ষী বাহিনীর এক বিমানের। 

সংঘর্ষের জেরে (Japan Plane Crash) আগুন লেগে যায় দুটি বিমানেই। আগুন লেগে গেলেও কোন রকমে যাত্রীবাহী বিমানটিকে বিমানবন্দরে অবতারণ করানো সম্ভব হয়েছে। প্রাণরক্ষা পেয়েছে ৩৬৭ জন যাত্রী এবং বিমানের ১২ জন ক্রু সদস্য। তবে উপকূল রক্ষী বাহিনীর বিমানের ছয়জন ক্রু সদস্যের মধ্যে পাঁচজন মারা গিয়েছেন বলে জানা যাচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ