IND vs AFG Live: রুদ্ধশ্বাস ম্যাচ, সুপার ওভারে সুপার জয় ভারতের 

IND vs AFG Live: রুদ্ধশ্বাস ম্যাচ, সুপার ওভারে পরিণতি



প্রথম ব্যাট করতে নেমে আফগানিস্তানকে 213 রানের লক্ষ্য দেয় ভারত। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে তারা ২০ ওভারে চার উইকেট হারিয়ে ২১২ রান করে।

বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে দেখা গেল রোহিত ও রিঙ্কুর ঝড়। আফগানিস্তানকে 213 রানের লক্ষ্য দিয় ভারত। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে তারা ২০ ওভারে চার উইকেট হারিয়ে ২১২ রান করে।

এক সময় ভারত 22 রানে চার উইকেট হারিয়েছিল। এরপর পঞ্চম উইকেটে ৯৫ বলে ১৯০ রানের অপরাজিত জুটি গড়েন রোহিত ও রিংকু। কেউ ভাবেনি যে টিম ইন্ডিয়া 200 স্কোর ছুঁতে পারবে, কিন্তু হিটম্যান এবং রিংকু তাই করেছেন।

রোহিত তার টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্যারিয়ারের রেকর্ড পঞ্চম সেঞ্চুরি করেন। এই ফরম্যাটে সবচেয়ে বেশি সেঞ্চুরি করা খেলোয়াড় হয়েছেন তিনি। ১১টি চার ও আটটি ছক্কায় ৬৯ বলে ১২১ রান করার পর অপরাজিত থাকেন তিনি। একই সাথে, রিংকু তার টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্যারিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরি করেন। ৩৯ বলে ৬৯ রান করে অপরাজিত থাকেন তিনি। নিজের ইনিংসে দুটি চার ও ছয়টি ছক্কা মারেন তিনি।

আজ, বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারত ও আফগানিস্তানের মধ্যে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলা হয়। শেষ ম্যাচে আফগানিস্তানও দুর্দান্ত পারফর্মান্স করে। ৬ উইকেটের বিনিময়ে ২১২ রান তুলে টাই করে।

জয়ের জন্য শেষ ওভারে আফগানিস্তানকে ১৯ রান তুলতে হতো কিন্তু দলটি ১৮ রান তুলতে পারে এবং স্কোর সমান হয়ে যায়। 20 ওভারে চার উইকেট হারিয়ে 212 রান করেছিল ভারত। একই সময়ে আফগানিস্তান দল ছয় উইকেটে ২১২ রান করে। গুলবাদিন নাইব 23 বলে অপরাজিত 55 রানের ঝড়ো ইনিংস খেলেন।

অবশেষে সুপার ওভারে ম্যাচের ফলাফল পাওয়া যায়। ১ ওভারে ১ উইকেটের বিনিময়ে আফিগানিস্তান ১৬ রান করে ভারতকে ১৭ রানের টার্গেট দেয়। 

ভারতের হয়ে ব্যাট করতে নামেন রোহিত এবং যশস্বী । রোহিত ১৩ রান করে আউট হন। ভারত সুপার ওভারে ১ উইকেট হারিয়ে ১৬ রান তুলে পুনরায় টাই করে। 

ফলে আবার দ্বিতীয় সুপার ওভারে ভারতের হয়ে ব্যাট করতে নামে রোহিত এবং রিঙ্কু । প্রথম বলেই ৬ রান রোহিতের। তবে ২ উইকেট হারিয়ে ১১ রান তোলে ভারত। 

রবি বিষ্ণুই এর প্রথম বলেই ক্যাচ আউট মহম্মদ নবি।  তৃতীয় বলে আরও  ১ উইকেট রবির বলেই। এভাবেই ম্যাচ জিতে নিলো টিম ইন্ডিয়া।