চাকরি প্রার্থীদের জন্য সুখবর! পুলিশ নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি দিল WBPRB


WBPRB



চাকরি প্রার্থীদের জন্য সুখবর। ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্টের কলকাতা পুলিশে নিয়োগের গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি। Sub- Inspector/Sub-Inspectress (Unarmed Branch), Sub-Inspector (Armed Branch) and Sergeant in Kolkata Police-2023 এর পরীক্ষার দিনক্ষন জানালো West Bengal Police Recruitment Board. এক বিজ্ঞপ্তি দিয়ে বোর্ডের তরফে জানা গেছে আগামী ২৮শে জানুয়ারি ২০২৪-এ অনুষ্ঠিত হতে চলেছে এই পরীক্ষা। আবেদনকারী প্রার্থীরা বিস্তারিত জানতে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে নজর দিতে পারেন।



বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১৮ই জানুয়ারি ২০২৪ থেকে West Bengal Police Recruitment Board এর অফিশিয়াল ওয়েবসাইট https://prb.wb.gov.in ও West Bengal Police এর অফিশিয়াল ওয়েবসাইট https://wbpolice.gov.in এ অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে। পরীক্ষার্থীদের একটি বৈধ আইডি প্রুফ সহ অন্যান্য নিয়ম মেনে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে। নিয়ম কানুন বিস্তারিত জানতে West Bengal Police Recruitment Board এর অফিশিয়াল ওয়েবসাইট https://grb.wb.gov.in ও West Bengal Police এর অফিশিয়াল ওয়েবসাইট https://wbpolice.gov.in এবং Kolkata Police এর অফিশিয়াল ওয়েবসাইট www.kolkatapolice.gov.in এ নজর রাখতে হবে।



মোবাইল ফোন, ব্লুটুথ সক্ষম হিয়ারিং ডিভাইস, পোর্টেবল স্ক্যানার, স্মার্ট ঘড়ি, ক্যালকুলেটর সহ ডিজিটাল হাতের ঘড়ি বা প্রতারণার জন্য অন্য যেকোন সামগ্রী কঠোরভাবে নিষিদ্ধ। নিষিদ্ধ করা জিনিস পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। উচ্চ হিলযুক্ত জুতো পরাও নিষিদ্ধ। কলকাতা পুলিশের পরীক্ষা দিতে যারা আবেদন করেছে তাঁদের অফিশিয়াল ওয়েবসাইটে নজর রাখা পরামর্শ দেওয়া হচ্ছে।