কথা রাখেননি মমতা-অভিষেক, অনশনে বসলো নাগরিক মঞ্চ
কথা দিয়ে কথা রাখেনি তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনকি কথা রাখেনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৩১ ডিসেম্বরের সময় সীমা পেরিয়ে গেলও এখনো নোটিফিকেশন জারি হয়নি ধূপগুড়ি মহাকুমার। তাই ধূপগুড়িকে মহকুমা করার দাবিতে অনশনে বসলো মহকুমা নাগরিক মঞ্চ।
কনকনে শীতের মধ্যে শুক্রবার সকাল থেকেই অনশন মঞ্চে সামিল মহকুমা নাগরিক মঞ্চের সদস্যরা।এর আগে ধূপগুড়ি তৃণমূল বিধায়ক নির্মল চন্দ্র রায়ের বাড়ির সামনে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করেছে মহকুমা নাগরিক মঞ্চ।
আজ থেকে শুরু হলো অনশণ ধূপগুড়ি ফালাকাটা বাসস্ট্যান্ড এলাকায়। রীতিমতো মঞ্চ তৈরী করে অনশন মঞ্চে মহকুমা নাগরিক মঞ্চের সদস্যরা।
প্রসঙ্গত গত বছর ৫ই সেপ্টেম্বর ধূপগুড়ি বিধানসভায় উপনির্বাচন হয়। আর সেই নির্বাচনের প্রচারে ধূপগুড়িতে এসে ধূপগুড়িকে মহকুমা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দোপাধ্যায়। এদিকে উপনির্বাচনে জয়ী হয় তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়। আর তারপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধূপগুড়িকে মহকুমা করার কথা জানান। ডেডলাইন বেঁধেও দিয়েছিলেন ৩১ ডিসেম্বর পর্যন্ত। কিন্তু ডেডলাইন পেড়িয়ে গেলেও এখনও পর্যন্ত কোনো বিজ্ঞপ্তি বেরোই নি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊