Election Poll Date: ঘোষণা হয়ে গেল লোকসভা ভোটের দিনক্ষণ? CEO দফতর এর বিজ্ঞপ্তি




নয়াদিল্লি: নির্বাচন কমিশন (Election Commission Of India) কি লোকসভা (General Election 2024 Schedule) ভোটের তারিখ ঘোষণা করে দিল? মঙ্গলবার দিনভর সোশ্যাল মিডিয়ায় তেমনই জল্পনা চলে। উঠে আসে ১৬ এপ্রিল তারিখের কথা। কারন CEO দফতর এর বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে এই ১৬ এপ্রিলের কথা।



গত ১৯ জানুয়ারি দিল্লির, মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর (CEO) একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। সেই বিজ্ঞপ্তি থেকেই লোকসভা ভোটের দিনক্ষণ নিয়ে তুমুল আলোড়ন শুরু হয় নেটদুনিয়ায়। তবে মঙ্গলবার সন্ধেয় মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে জানিয়েছে, নির্বাচন কমিশনের 'ইলেকশন প্ল্যানার' অনুযায়ী ওই দিনটির জন্য ভোট আধিকারিকদের পর্যাপ্ত প্রস্তুতি রাখতেই বিজ্ঞপ্তিটি (General Election 2024 Schedule) দিয়েছিল তারা।

Election Poll Date


বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন লোকসভা ভোট, ২০২৪-র জন্য রেফারেন্স হিসেবে নির্বাচন কমিশন ১৬.০৪.২০২৪-র কথা বলেছে। এই দিনটি ধরেই ইলেকশন প্ল্যানারে নির্বাচন শুরু এবং শেষের তারিখের পরিকল্পনা করতে হবে।'


সহকারী মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে জারি করা ওই বিজ্ঞপ্তিতে (General Election 2024 Schedule) এও লেখা হয়েছে, এই তারিখটি মাথায় রেখেই ইলেকশন প্ল্যানারে বর্ণিত নির্বাচন সংক্রান্ত সমস্ত কাজকর্ম শুরু ও শেষ করতে হবে। শুধু তাই নয়। তার পর এই নিয়ে একটি রিপোর্ট, দিল্লিতে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে পাঠানোর কথা বলা হয়। বিষয়টি প্রকাশ্যে আসতেই তুমুল শোরগোল শুরু হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।


পরিস্থিতির চাপে সোশ্য়াল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্টের পাশপাাশি বিবৃতি জারি করে দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তাতে বলা হয়েছে, তারিখটি এখনও চূড়ান্ত নয়। নির্বাচনী আধিকারিকদের ওই দিনটির কথা এই কারণেই জানানো হয়েছে যাতে তাঁরা ভোট সংক্রান্ত যাবতীয় কাজকর্মের পরিকল্পনা সেরে ফেলতে পারেন।