Ekalavya Medha Anweshan 2023 Result: প্রকাশিত হলো একলব্য মেধা অন্বেষণ ২০২৩ এর ফলাফল


Ekalavya Medha Anweshan 2023 Result: প্রকাশিত হলো একলব্য মেধা অন্বেষণ ২০২৩ এর ফলাফল


একলব্য রেফারিড জার্নালের গবেষক গোষ্ঠীর তত্বাবধানে একলব্য প্রকাশনীর ব্যবস্থাপনায় বাংলা মাধ্যমের প্রথম থেকে চতুর্থ শ্রেণির ছাত্র-ছাত্রীদের জন্য ২০১৯ সাল থেকে শুরু হয় একলব্য মেধা অন্বেষণ (Ekalavya Medha Anweshan) । করোনার কারনে পর পর তিন বছর বন্ধ থাকবার পর ২০২৩ সালে পুনরায় শুরু হয় এই পরীক্ষা। একদম নতুনভাবে নতুন উদ্যোমে আবারো শুরু হওয়া পরীক্ষায় অংশগ্রহন বিগত বছরের থেকে বৃদ্ধি পেয়েছে।


১৯ নভেম্বর ২০২৩ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত চলে পরীক্ষা পর্ব। প্রতিটি কেন্দ্রে পরীক্ষা তত্বাবধায়কদের সুন্দর ভূমিকায় নির্বিঘ্নে পরীক্ষা পর্ব সম্পন্ন হয়।




পরীক্ষা নিয়ামক ফজলে রহমান জানান- "একলব্য মেধা অন্বেষণের ২০২৩ বর্ষের পরীক্ষায় অভিভাবকরা যেভাবে আস্থা রেখেছেন তা আমাদের কাছে বেশ গুরুত্বপূর্ণ। পরীক্ষা পদ্ধতিতে বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে সেন্টার ইনচার্জ, এবং একাধিক ইনভিজিলেটর দের তত্ত্বাবধানে পরীক্ষা সুন্দরভাবে পরিচালিত হয়। পরীক্ষা নিয়ে কোন অভিযোগ আসেনি।"




তিনি আরও জানান, একলব্য মেধা অন্বেষণ ২০২৩ এর ফলাফল (Ekalavya Medha Anweshan 2023 Result) পূর্ব ঘোষণা অনুসারে ৩১ জানুয়ারী প্রকাশ করা হলো। পরীক্ষার্থী বা অভিভাবকরা সংবাদ একলব্যের ওয়েবসাইটে পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন নাম্বার এবং ক্লাস সিলেক্ট করে ফলাফল দেখতে পাবেন।



এবছর প্রথম শ্রেণিতে ৮৬ নাম্বার পেয়ে প্রথম হয়েছে সহজপাঠ বিদ্যানিকেতনের ছাত্র আসিফ পাটোয়ারি, ৮১ নাম্বার পেয়ে দ্বিতীয় হয়েছে দুইজন, নবোদয় গুরুকুল কিডজি থেকে ইফসিতা নাজমিন এবং জোনায়েদ আলম, ৭৮ নাম্বার পেয়ে তৃতীয় স্থানে রয়েছে সোনাপুর নেস্ট চিলড্রেন মডেল স্কুলের সায়ন পাল। 



দ্বিতীয় শ্রেণিতে ৯২ নাম্বার পেয়ে প্রথম হয়েছে সাহেবগঞ্জ মডেল স্কুলের কৃতি রায়, ৮৭ পেয়ে দ্বিতীয় হয়েছে সোনাপুর নেস্ট চিলড্রেন স্কুলের প্রিয়ান্সু সরকার এবং তৃতীয় স্থানে সহজ পাঠ বিদ্যানিকেতনের হজরত আলি, তার প্রাপ্ত নাম্বার ৮৬। 



তৃতীয় শ্রেণিতে প্রথম হয়েছে দিনহাটা শিশু মালঞ্চের রাফি ইয়াসমিন, তার প্রাপ্ত নাম্বার ৮৯, ৮৭ পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে দুজন। রামকৃষ্ণ মঠ শিশু বিদ্যাপিঠের অয়ন শর্মা এবং সাহেবগঞ্জ মডেল স্কুলের  ন্যান্সি দাস। ৮৬ পেয়ে তৃতীয় স্থানে রয়েছে দুজন। সাহেবগঞ্জ মডেল স্কুলের বিবেক বর্মন এবং রাহুল বক্সী। 



চতুর্থ শ্রেণিতে ৯০ পেয়ে প্রথম হয়েছে মোট ৪ জন। দিনহাটা শিশু মালঞ্চের বৈভব বল, শিবেশ শিশু তীর্থের রত্নদীপ দাস, সাহেবগঞ্জ মডেল স্কুলের অনিরুদ্ধ কুমার দাস এবং মুস্কান পারভিন। ৮৯ পেয়ে দ্বিতীয় হয়েছে সাহেবগঞ্জ মডেল স্কুলের চম্পক বর্মন। ৮৪ পেয়ে তৃতীয় হয়েছে সাত্যকি দাস। 



প্রথম শ্রেণিতে সেরা দশে রয়েছে মোট ১২ জন, দ্বিতীয় শ্রেণিতে সেরা দশে রয়েছে মোট ১১ জন, তৃতীয় শ্রেণিতে সেরা দশে রয়েছে মোট ১৫ জন এবং চতুর্থ শ্রেণিতে সেরা দশে রয়েছে মোট ১৪ জন। সর্বমোট ৫২ জনকে  একলব্য মেধা অন্বেষণ ২০২৩ এর পুরস্কার প্রদান অনুষ্ঠানে পুরস্কৃত করা হবে। 

একই সাথে এবছর গুরুকুল সম্মাননা ২০২৩ এর জন্য মনোনিত হয়েছে সাহেবগঞ্জ মডেল স্কুল। এবছর সেরা দশে এই বিদ্যালয় থেকে ২২ জন পরীক্ষার্থী স্থান পেয়েছে। 


একলব্য মেধা অন্বেষণ ২০২৩ এর ফলাফল নিয়ে কোন সন্দেহ থাকলে খাতা পূনর্মূল্যায়নের ব্যবস্থা রয়েছে । ১ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত খাতা পূনর্মূল্যায়ন করবার সুযোগ থাকবে। এক্ষেত্রে 7602721810 এই নাম্বারে যোগাযোগ করতে হবে। পূনর্মূল্যায়ন বাবদ ১০০ টাকা দিতে হবে। নাম্বারের বৃদ্ধি পেলে ১০০ টাকা ফেরৎ দেওয়া হবে। 


সেরা দশে যারা রয়েছে-

প্রথম শ্রেণিতে-

ASHIF PATOWARY

86

1ST

IFSITA NAZMIN

81

2ND

JONAYED ALOM

81

2ND

SWAYAN PAUL

78

3RD

RONAK SARKAR

77

4TH

SHRADDHA BARMAN

76

5TH

ASUMA KHATUN

71

6TH

AHIL PRAMANIK

70

7TH

MASUD RAHAMAN

69

8TH

MAHI ALOM

69

8TH

MIHIR ROY

68

9TH

MOSTAFIJAR RAHAMAN

67

10TH



দ্বিতীয় শ্রেণিতে-

KRITI ROY

92

1ST

PRIYANSHU SARKAR

87

2ND

HAZRAT ALI

86

3RD

NUR HASAN MIAH

80

4TH

ROHANA YASMIN

80

4TH

DEBANJAN BARMAN

76

5TH

SHRUTI SARKAR

74

6TH

MARVIK RAHAMAN

73

7TH

SUMAIYA YESMIN

72

8TH

DONA BARMAN

69

9TH

RAI SINGHA SARKAR

68

10TH



তৃতীয় শ্রেণিতে-


RAFI YESMIN

89

1ST

AYAN SHARMA

87

2ND

NANCY DAS

87

2ND

BIBEK BARMAN

86

3RD

RAHUL BAKSHI

86

3RD

SWASTIK ROY

83

4TH

SUMAIYA SIDDIKA

82

5TH

SRUTI BARMAN

78

6TH

SOUVIK RAY

77

7TH

SOYEL HAQUE

76

8TH

RAB ROSHAN HOQUE

76

8TH

SHREAYA BARMAN

75

9TH

BARSHA BARMAN

75

9TH

TRISANJIT BARMAN

74

10TH

BITTU MODAK

74

10TH


চতুর্থ শ্রেণিতে- 

BAIVVAB BAL

90

1ST

RATNODEEP DAS

90

1ST

ANIRUDDHA KUMAR DAS

90

1ST

MUSKAN PARVIN

90

1ST

CHAMPAK BARMAN

89

2ND

SATTEWAKEE DAS

84

3RD

MIZAN HASAN

78

4TH

SURAIYA PARVIN

77

5TH

ADRIJA DEY

66

6TH

RAJDEEP ROY

65

7TH

JUI DAS

63

8TH

MUNNA PATOWARI

62

9TH

ROSHNI PARVIN

60

10TH