নিজের মোমের মূর্তি উন্মোচন করলেন দেব

Dev unveiled his wax figure


মঙ্গলবার সন্ধ্যায়, আসানসোল মহিশিলা ভাস্কর্য শিল্পী সুশান্ত রায়ের ওয়াক্স মিউজিয়ামে উপস্থিত হন ঘাটালের সাংসদ তথা অভিনেতা দেব। এদিন ভাস্কর্য শিল্পী সুশান্ত রায়ের ওয়াক্স মিউজিয়ামে মোমের বানানো অভিনেতা তথা ঘাটালের সাংসদ দেব অধিকারীর মূর্তির উদ্বোধন করা হয়।


অভিনেতা সাংসদ দেব ওরফে দীপক অধিকারী আসানসোলের মহিশীলা কলোনিতে নিজের মোমের মূর্তি উন্মোচন করেন। অভিনেতা তথা সাংসদ দেব অধিকারী, এদিন ওয়াক্স মিউজিয়ামের ভাস্কর্য শিল্পী সুশান্ত রায়কে ধন্যবাদ জানান। শিল্পী ছাড়াও তার সঙ্গে উপস্থিত ছিলেন আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক।


এদিন সাংসদ তথা অভিনেতা দেব বলেন, সুশান্ত বাবুকে অসংখ্য ধন্যবাদ। আমাকে নিয়ে মোমের এত বড় মূর্তি তৈরি করবে। আমরা অনেক জায়গায় শুনে থাকি যে স্ট্যাচু আছে কিন্তু এবার আমার স্ট্যাচু হবে তা আমি ভাবতে পারিনি। দু তিন মাস আগে সুশান্ত দা আমার কাছে এসেছিল। এই দিনটা এই সময়টা আমার কাছে সারা জীবন মনে থাকবে। অসংখ্য ধন্যবাদ জানাই সুশান্ত দা কে। সুশান্ত দা বলেছিল তোমার জন্মদিনেই এটা লঞ্চ করবো। তখন কাজে ব্যস্ত থাকার কারণে আসতে পারিনি। কিন্তু এখন আসতে পেরেছি সুশান্ত দাকে অসংখ্য ধন্যবাদ।


এবিষয়ে শিল্পী সুশান্ত রায় বলেন, এই মোমের মূর্তি তৈরির আগে দেবের বাড়ি গিয়ে তার অনুমতি এবং দেবের উচ্চতা মাপ করে নিয়ে এসেছিলাম। এই মোমের মূর্তি তৈরি করতে দেড়মাস সময় লেগেছে। এদিন দেবকে দেখতে মহিশীলা কলোনিতে সুশান্ত রায়ের মিউজিয়ামে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।