WBPSC FOOD SI: অবশেষে ফুড সাপ্লাইয়ের পরীক্ষার দিনক্ষন ঘোষনা করলো WBPSC

Black background with student


WBPSC FOOD SI EXAM DATE: অবশেষে ফুড সাপ্লাইয়ের পরীক্ষার দিনক্ষন ঘোষনা করলো WBPSC। West Bengal Public Service Commission এর ফুড সাপ্লাইয়ের এসআই (WBPSC FOOD SI EXAM DATE) পদে নিয়োগের পরীক্ষার দিনক্ষন বিজ্ঞপ্তি দিয়ে জানালো। আগামী ১৬ ও ১৭ই মার্চ ২০২৪-এ সারা রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে এই পরীক্ষা। জানা গেছে বিপুল সংখ্যক পরীক্ষার্থী আবেদন করায় দুইদিনে পরীক্ষা নিচ্ছে বোর্ড।



চাকরি প্রার্থীরা বিস্তারিত বিজ্ঞপ্তি জানতে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে নজর দিতে পারেন। অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আগামী ১০ই মার্চের দিকে অ্যাডমিট কার্ড ডাউনলোড (WBPSC FOOD SI EXAM DATE) করতে পারবেন বলে মনে করা হচ্ছে। 


ইতিমধ্যে আবেদন পত্র পূরণের তিন মাস পেড়িয়ে গেছে। জানা গেছে এবছর এই পরীক্ষার জন্য প্রায় ১৩লক্ষ পরীক্ষার্থী আবেদন করেছে। দীর্ঘদিন ধরে অধীর আগ্রহে পরীক্ষার অপেক্ষায় রয়েছেন তাঁরা। এবার সেই অপেক্ষার অবসান। আগামী মার্চে হতে চলেছে ফুড সাপ্লাইয়ের এসআই পরীক্ষা।