Latest News

6/recent/ticker-posts

Ad Code

স্বামী বিবেকানন্দ-র জন্মজয়ন্তী আর যুব দিবস উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠান করলো ALLR

স্বামী বিবেকানন্দ-র জন্মজয়ন্তী আর যুব দিবস উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠান করলো ALLR

ALLR organized special programs on the occasion of Swami Vivekananda's birth anniversary and Youth Day

সুজাতা ঘোষ, বাগডোগরা :

আজ আঠারখাই রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের প্রাঙ্গনে এসোসিয়েশন ফর লিবারাল লার্নিং এন্ড রিসার্চ এর উদ্যোগে (ALLR) আশ্রম-ভক্ত শিক্ষক পরেশ রায়ের সহযোগিতায় অনুষ্ঠিত হলও ছাত্রছাত্রীদের জন্য 'বসে আঁকো অঙ্কন প্রতিযোগিতা ' এবং 'স্বাস্থ্যই সম্পদ '-এই বিষয়টির উপরে আলোচনা।

ALLR organized special programs on the occasion of Swami Vivekananda's birth anniversary and Youth Day

ছাত্রছাত্রীদেরকে উৎসাহ দিয়ে আশীর্বানী দেন বিশিষ্ট মহারাজেরা। প্রেরনামূলক বক্তব্য রাখেন বিশিষ্ট অতিথি, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. কনক বাগচী। ALLR এর ভাইস প্রেসিডেন্ট এবং শিলিগুড়ি বি. এড. কলজের সহযোগী অধ্যাপিকা ড. নীতা মিত্র সংস্থার ভাবধারা সংক্ষেপে পরিবেশন করেন।

ALLR organized special programs on the occasion of Swami Vivekananda's birth anniversary and Youth Day

২০২৩ সালের অনুষ্ঠানে ছাত্রদের পরিবেশিত বক্তব্যগুলির সংকলন আজকের অনুষ্ঠানে প্রকাশিত হলো।গত বছর এবং এ বছরের সমস্ত অংশগ্রহণকারীকে একটি করে কপি দেওয়া হয়।এছাড়া আশ্রম এর পক্ষ থেকে রামকৃষ্ণ, বিবেকানন্দ, আভেদানন্দ সম্পর্কিত বই সকলের মধ্যে বিতরণ করা হয়।

ALLR organized special programs on the occasion of Swami Vivekananda's birth anniversary and Youth Day

ALLR এর সম্পাদক ড. প্রণব কৃষ্ণ চন্দ জানান যে, আজকের অনুষ্ঠানে পরিবেশিত বক্তব্য আর আঁকা সমস্ত ছবি নিয়ে ভবিষ্যতে আর একটি পুস্তক প্রকাশিত হবে। সেটি একই ভাবে সমস্ত অংশগ্রহণ-কারীর হাতে তুলে দেওয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code