সংসদে হামলা থেকে বাংলার বঞ্চনা, সরব উদয়ন গুহ 

TMC


নজরে লোকসভা! লোকসভা নির্বাচনের আগে ইতিমধ্যে ঘুঁটি সাজাতে শুরু করেছে। বিজেপির বিরুদ্ধে লড়তে বিরোধী জোট ইন্ডিয়া গঠিত হয়েছে। এদিকে কোচবিহার জেলার দিনহাটার রাজনীতিতে বরাবরের ন্যায় দলীয় কর্মসূচি রেখেই চলছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। বৃহস্পতিবার দিনহাটা ২ নম্বর ব্লকের সাহেবগঞ্জে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় মন্ত্রী উদয়ন গুহ ছাড়াও বক্তব্য রাখেন তৃণমূলের জেলা নেতা অতুল সরকার, দিনহাটা 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সুভাষিনী বর্মন, সাহেবগঞ্জ অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি ধরণীকান্ত বর্মন, মোজাফফর রহমান প্রমুখ।



সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী উদয়ন গুহ বলেন, বারোশো কোটি টাকা খরচ করে পার্লামেন্ট ভবন তৈরি করা হলো। তিন চার মাস আগে যে ভবনের উদ্বোধন হয়। সেই ভবনে যে ঘটনা ঘটলো তা কিছুতেই মেনে নেওয়া যায় না। যেখানে পার্লামেন্টে নিরাপত্তা নেই, সেখানে দেশের সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? প্রকৃতপক্ষে মোদির রাজত্বে কারো নিরাপত্তা নেই । তাই তো দেশজুড়ে আওয়াজ উঠেছে মোদী হটাও। তিনি আরো বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে ক্ষমতা গ্রহণ করে রাজ্য জুড়ে যে উন্নয়নের কাজ করেছেন বামেরা ৩৪ বছরে তা করতে পারেনি। শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে পানীয় জলের বন্দোবস্ত, রাস্তা ঘাটের উন্নয়ন সমস্ত কিছুই ঘটেছে। অন্যদিকে এ রাজ্যের উন্নয়নকে স্তব্ধ করার জন্য কেন্দ্রীয় সরকার এক'শ দিনের প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে। এই এক'শ দিনের প্রকল্পের টাকার, আবাস যোজনার টাকার দাবিতে রাজ্যজুড়ে আন্দোলন চলছে। কাজেই রাজ্যের উন্নয়নের স্বার্থে কেন্দ্রের মোদি সরকারকে হঠাতে হবে। তার জন্য একযোগে সকলকে এগিয়ে আসতে হবে।



উদয়ন গুহ বলেন, লোকসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় যাকে প্রার্থী হিসেবে দাঁড় করাবেন তাকেই জেতাতে হবে। এর জন্যে তৃণমূল কর্মীদের প্রতিটি বাড়ি বাড়ি যেতে হবে এবং মানুষের সঙ্গে সংযোগ গড়ে তুলতে হবে তাদের দুঃখ দুর্দশা তাদের সমস্যা বুঝতে হবে। পাশাপাশি সেই সমস্যা প্রতিকারের চেষ্টা করতে হবে। কোনরকম ব্যক্তিগত সমস্যা নিয়ে পার্টি করা চলবে না।



সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উদয়ন গুহ বলেন, দিনহাটা বিধানসভায় এলাকার কর্মীদের সঙ্গে প্রতিদিন যোগাযোগ রাখার চেষ্টা করে চলেছি। কোচবিহার জেলায় দলের উঁচু তলা থেকে নিচুতলা পর্যন্ত যদি কোন সমস্যা থাকে তা মেটানো হবে।



প্রসঙ্গত উল্লেখ্য, গত লোকসভা ভোটে কোচবিহার লোকসভা কেন্দ্র তৃণমূলের হাত থেকে ছিনিয়ে নিয়েছে ভারতীয় জনতা পার্টি। একুশের বিধানসভা ভোটেও কোচবিহারের ন'টি আসনের মধ্যে দু'টি আসনে জয়ী হয় রাজ্যের শাসক দল। বাকি সাতটি আসনে বিজেপি প্রার্থীরা জয়ী হয়। এ ধরনের ফলাফলের অন্যতম কারণ দলের মধ্যে মতবিরোধ। তাইতো এবারের লোকসভা ভোটে দলের জেলা নেতাদের মধ্যে ঐক্যবদ্ধ একটি রূপ দেওয়ার প্রচেষ্টা শুরু হয়েছে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল।