WB DA Hike: নবান্নের সামনে ধর্নার অনুমতি প্রাপ্তির দিন কর্মীদের জন্য ৪ % ডিএ ঘোষণা মুখ্যমন্ত্রীর


wb da news


বড় দিনের আগে বড় ঘোষণা। ১ জানুয়ারি থেকে আরও ৪ শতাংশ ডিএ (DA) পেতে চলেছেন রাজ্যের সরকারী কর্মীরা। আজ অ্যালেন পার্কের অনুষ্ঠান থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।


বড়দিনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য ডিএ (Dearness Allownace) ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১ জানুয়ারি থেকে রাজ্য সরকারি কর্মীরা আরও ৪% ডিএ (WB DA hike) পেতে চলেছেন।


আজ সরকারি কর্মী, শিক্ষক, অশিক্ষক কর্মীদের জন্য আরও ডিএ (Dearness Allownace) ঘোষণা করলেন অ্যালেন পার্কের অনুষ্ঠান মঞ্চ থেকে। মুখ্যমন্ত্রী বলেন, '৪ শতাংশ ডিএ-র জন্য ২ হাজার ৪০০ কোটি খরচ হবে। উপকৃত হবেন প্রায় ১৪ লক্ষ সরকারি কর্মী।'


এদিন তিনি আবারো মনে করান, "এটা বাধ্যতামূলক নয়, ডিএ (Dearness Allownace) ঐচ্ছিক।" মুখ্যমন্ত্রী বলেন- "কোষাগারে টান থাকা সত্ত্বেও কর্মী ও তাঁদের পরিবারের কথা ভেবেই ডিএ (Dearness Allownace) ঘোষণা করা হল।"


তবে আজ কলকাতা হাইকোর্ট থেকে নবান্নের সামনে লাগাতার অবস্থান বিক্ষোভের অনুমতি মিলেছে সংগ্রামী যৌথ মঞ্চের। এই অনুমতির দিনেই মুখ্যমন্ত্রীর ডিএ ঘোষণা । সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, 'যে পদ্ধতিতে এটা ঘোষণা করা হয়েছে, সরকারি কর্মীদের এটা প্রাপ্য নয়। কোনওরকম বিজ্ঞপ্তির আগে এভাবে ঘোষণা করে দিলেন। আমাদের ৪০ শতাংশ ঘাটতি। সেখানে ৪ শতাংশ দেওয়া হল। এটা ভিক্ষা দেওয়া হল। আমরা এই ডিএ প্রত্যাখান করছি। আমরা বাকি ৩৬ শতাংশ আদায় করে নিতে জানি।'


অপরদিকে কনফেডারেশনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, '৩৬ শতাংশ মহার্ঘ ভাতা বাকি। যেটুকু দিয়েছেন সেটা আন্দোলনের চাপেই হয়েছে। আমাদের আন্দোলন চলবে, মামলা এখনও চলছে। আমরা আইনি পথেই এগোব।'