সকল শূন্যপদে নিয়োগ চেয়ে প্রধান শিক্ষক সংগঠনের রাজ্য বার্ষিক সাধারণ সভা দীঘাতে
দীঘা,১৪ ই ডিসেম্বর: ১৫ ই ডিসেম্বর ২০২৩ শুক্রবার থেকে নিউ দিঘা দীঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের সভাগৃহ জাহাজ বাড়িতে শুরু হচ্ছে তিনদিনের রাজ্যের হাই স্কুল এবং হাই মাদ্রাসার প্রধান শিক্ষক শিক্ষিকা সংগঠনের একমাত্র সংগঠন অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসেস্(এ এস এফ্ এইচ এম) এর চতুর্থ রাজ্য বার্ষিক সাধারণ সভা।
রাজ্যের ২৩ টি জেলা থেকে ৬০০ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন ঐ সভায়। সভায় রাজ্যের হাই স্কুল এবং হাই মাদ্রাসার প্রধান শিক্ষক-শিক্ষিকাগণের জ্বলন্ত সমস্যাবলি, পেশাগত দাবি এবং শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়নের রাজ্যের শিক্ষা দপ্তর তথা রাজ্য সরকারের করণীয় কর্তব্য বিষয়ক আলোচনা হবে।
এই মুহূর্তে আরও যে জ্বলন্ত সমস্যাবলি আলোচিত হবে সেগুলোর মধ্যে রয়েছে সকল শূন্য পদে অবিলম্বে স্বচ্ছতার সঙ্গে শিক্ষক- শিক্ষাকর্মী নিয়োগ, সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে শিক্ষা বহির্ভূত কাজের বাইরে রাখতে হবে, রাজ্যের হাই স্কুল এবং হাই মাদ্রাসার প্রধান শিক্ষক-শিক্ষিকাগণের বেতন বঞ্চনার নিরসন ঘটাতে হবে, উচ্চ মাধ্যমিক বিভাগে উন্নীত এবং কর্মরত কয়েক শত প্রধান শিক্ষক শিক্ষিকাগণের একটি ইনক্রিমেন্ট কেটে নেওয়া বন্ধ করে প্রাপ্য বেতন দিতে হবে, মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষকগণের সাম্মানিক মাসিক ৫০০ টাকা ভাতা আজও পর্যন্ত তারা পাচ্ছেন না- তার সুরাহা করতে হবে, হাজার দিনেরও বেশি গান্ধী মূর্তির পাদদেশে ধরনায় বসে থাকা এসএলএসটি চাকরিপ্রার্থীদের সুবিচার দিতে হবে, কেন্দ্রীয় হারে রাজ্যের প্রাথমিক, হাইস্কুল এবং হাই মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীগণের ডি এ প্রদান করতে হবে, রাজ্য সরকারি কর্মচারীর এবং কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ন্যায় রাজ্যের প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয় এবং হাই মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা শিক্ষাকর্মীগণের জন্য অবিলম্বে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম চালু করতে হবে, বিদ্যালয় এবং মাদ্রাসার রক্ষণাবেক্ষণ, পরিচালনা এবং উন্নয়নের জন্য রাজ্য শিক্ষা দপ্তর কে দায়িত্ব নিতে হবে, প্রত্যেকটি বিদ্যালয় এর জন্য ঝাড়ুদার এবং নৈশ প্রহরী নিয়োগ করতে হবে।
এছাড়াও বিদ্যালয় এবং মাদ্রাসা সুষ্ঠু পরিচালনার জন্য প্রধান শিক্ষক-শিক্ষিকাগণকে অতিরিক্ত ক্ষমতা প্রদান করতে হবে, প্রকৃত শিক্ষানুরাগী ব্যক্তিগণকে বিদ্যালয় পরিচালন সমিতির পরিচালনার দায়িত্বে নিয়ে আসতে হবে, মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবং মাদ্রাসা বোর্ডে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত কমিটি তৈরি করে পরিচালনার ভার অর্পণ করতে হবে, শিক্ষা ব্যবস্থার সমস্ত স্তরের অনলাইন সিস্টেম চালু করতে হবে, সুন্দরবন- জঙ্গলমহল- মুর্শিদাবাদের ব্রেকফিল্ড এবং উত্তরবঙ্গের চা বাগান এলাকার নিযুক্ত শিক্ষক-শিক্ষিকা শিক্ষাকর্মীগণকে বিশেষ ভাতা প্রদান করতে হবে, পর্ষদ সংসদ এবং মাদ্রাসা বোর্ডকে প্রকৃত ক্ষমতা দিয়ে আধুনিক এবং বিজ্ঞানসম্মত সিলেবাস তৈরি করতে হবে,ইত্যাদি বিষয়ে আলোচনা করা হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊