সারা বাংলা মোটরভ্যান চালক ইউনিয়নের তৃতীয় দিনহাটা মহকুমা সম্মেলন

a group of people holding signs



সারা বাংলা মোটরভ্যান চালক ইউনিয়নের তৃতীয় দিনহাটা মহকুমা সম্মেলন আজ অনুষ্ঠিত হল দিনহাটার বয়েজ রিক্রিয়েশন ক্লাবের অডিটোরিয়াম হলে।

বেলা সাড়ে বারোটায় দিনহাটা সংহতি ময়দান থেকে চার শতাধিক মোটরভ্যান চালকদের একটি সুসজ্জিত মিছিল দিনহাটা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মিটিং হলে পৌছায়। সেখানে সংগঠনের রক্তপতাকা উত্তোলন করে সম্মেলনের সূচনা করেন সংগঠনের রাজ্য সম্পাদক শ্রী জয়ন্ত সাহা, শহীদ বেদীতে পূষ্পার্ঘ অর্পণ করেন সংগঠনের জেলা সভাপতি অনিল চন্দ্র বর্মন রায়, জেলা সম্পাদক আব্দুস সালাম। এরপর সভার কাজ শুরু হয়।

আজকের সভায় মোটরভ্যান চালকদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। সেখানে মোটরভ্যান চালকদের উপর পুলিশি হয়রানির প্রতিবাদ, মোটরভ্যান চলাচলে প্রশাসনিক বিধিনিষেধ চাপানোর প্রতিবাদ সহ মোটরভ্যান চালকদের ড্রাইভিং লাইসেন্স ও পরিবহন শ্রমিকের স্বীকৃতির দাবি নিয়ে আলোচনা করা হয়। এই সম্মেলন থেকে গজেন বর্মন কে সভাপতি এবং আজিজুল হককে সম্পাদক করে 55 জনের একটি মহকুমা কমিটি গঠিত হয়।