Latest News

6/recent/ticker-posts

Ad Code

Primary TET: প্রাথমিক টেটে বসতে পারলো না ১০ পরীক্ষার্থী, তীব্র ক্ষোভ প্রকাশ

অ্যাডমিট কার্ডের সঙ্গে ছবি না মেলায় পরীক্ষা দেওয়া হলো না টেট পরীক্ষার্থীদের

Gathering



রাজ্য প্রাথমিক শিক্ষা দপ্তরের উদ্যোগে প্রাথমিক টেট - ২০২৩ রবিবার দুপুর বারোটা থেকে আড়াইটা পর্যন্ত নেওয়া হয়। অ্যাডমিট কার্ডের সঙ্গে ছবি না মেলায় পরীক্ষা দিতে দেয়নি কর্তৃপক্ষ এই অভিযোগ তুলে বোলপুর কলেজের বাইরে বিক্ষোভ দেখায় দশ টেট পরীক্ষার্থী । 



টেট পরীক্ষা দিতে না পারা শেখ সোহেল আলি বলেন, "১৬৫০০ চুরি হয়েছে,২০১২ সালে ১৮০০০ চুরি হয়েছে, ২০১৪ সালে ৩২০০০ চাকরি চুরি হয়েছে তাদের না ধরে আমাদের আটকাচ্ছে । পুলিশ,অবজারভারকে হাতে পায়ে ধরলাম সমাধান পেলাম না পাঁচ মিনিটের জন্য কি একটা পরীক্ষা দেওয়া যেতো না ? আমাদের একটা বছর পরীক্ষা নষ্ট হল ।" 



আলি নিয়াজ মন্ডল বলেন, "অ্যাডমিটে ছবি আছে সেখানে যে জামা পরে ছবি আছে যে ছবিটা এনেছি অন্য জামা পরা ছবি তারজন্য আমাকে ঘুরিয়ে দেওয়া হবে ? প্রমানের জন্য আঁধার কার্ড এনেছি । ১১:২০ তে এসেছি কিন্তু আমাকে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি । অ্যাডমিট কার্ডে কোথাও স্ট্রিকলি বলা নেই যে ১১:২০, ১১:২৫ র পর এলে ঢুকতে দেওয়া হবে না ।" 




টেট পরীক্ষা দিতে না পারা আরেক পরীক্ষার্থী আক্রামুল হক বলেন, "১১:১৫ ঢুকেছি শুধুমাত্র সেম ফটোর জন্য ঢুকতে দেয়নি । এখানে একজন এসআই,একজন লেডি কনস্টেবল ছিল । আমার একটা বছর নষ্ট করে দিল ।" ফের প্রশ্ন তুলে দিলো রাজ্যের প্রাথমিক টেট - ২০২৩ নিয়ে ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code