saraswati puja 2024, সরস্বতী পূজা ২০২৪ সালের তারিখ ও সময়, saraswati puja 2024 Date Time 


a painting of a person holding a musical instrument



বেদে দেবী সরস্বতীকে জ্যতির্ময়ী অধিষ্ঠাত্রী দেবী হিসাবে মানা হয়। আর্যরা ব্রহ্মাবর্তে যে উপনিবেশ স্থাপন করেছিলেন সেখানকার মূল নদীটির নামও ছিলো সরস্বতী। নদীরূপে দেবী সরস্বতী দেশকে উর্বরা করতেন, জলকে পবিত্র করতেন। এমনকি দেশে অর্থ-সম্পদ আসতো এই দেবীর কৃপাতেই। বেদে কিন্তু দেবী সরস্বতীকে বাগদেবী হিসাবে পাওয়া যায়নি।


কিন্তু ব্রাহ্মণে এবং মহাভারতে উলেখ আছে যে এই সরস্বতী নদী তীরেই ঋষিদের বসস্থান ছিলো। প্রতিটাদিন এই নদীতীরে বেদধ্বনি করা হতো বলে এই স্থানকে বাগদেবীর বাসস্থান বলে অভিহিত করা হতো। পূর্বে তাই বাগদেবীকে বোঝাতে সরস্বতী নদীর অধিষ্ঠাত্রী দেবীকেও বোঝাত।


মূলত মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজো হয়। বর্তমানে সমস্ত বিদ্যার দেবীরূপে দেবী সরস্বতীর পূজা-অর্চনা করা হয়। সকাল থেকেই উপোস থেকে সকলে বাগ্দে‌বীর উদ্দেশ্যে অঞ্জলি দেন। বিদ্যা, বুদ্ধি, জ্ঞানের প্রার্থনা করেন সরস্বতী মায়ের কাছে।


আসুন জেনে নেই ২০২৪ সালের সরস্বতী পূজার (saraswati puja) তারিখ ও সময় ।

সরস্বতী পুজোর তারিখ ও  পুজোর সময়সূচী :

2024 সালের সরস্বতী পুজোর (saraswati puja) তারিখ : 14 ফেব্রুয়ারি, 2024

বার : বুধবার।

পঞ্চমী তিথি শুরু - ১৩ ফেব্রুয়ারি 2024, 2:40 AM.

পঞ্চমী তিথি শেষ - ১৪ ফেব্রুয়ারি, 2024,12:10 AM.

Saraswati Puja সরস্বতী পূজার ফর্দ বা উপকরণ দেখে নিন একনজরে