বাড়ির জমি দখলকে কেন্দ্র করে পথ অবরোধ !


বাড়ির জমি দখলকে কেন্দ্র করে পথ অবরোধ !


রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোলঃ
বাড়ির জমি দখলকে কেন্দ্র করে আসানসোলের কুলটি থানার শাকতোড়িয়া ফাঁড়ির অন্তর্গত পাবড়া ধাউড়া এলাকায় এক শীতলপুর মোড়ে পথ অবরোধ। পথ অবরোধ প্রায় এক ঘন্টা চলে আসানসোল পুরুলিয়া সড়কের শীতলপুর মোড়ে । প্রায় এক ঘন্টা অবরোধ চলার পর পুলিশের আশ্বাসে পথ অবরোধ উঠে যায়। যে বাড়ি নিয়ে এই ঘটনা সেই বাড়িটিতে পুলিশ গিয়ে কাজ বন্ধ করার নির্দেশ দেয়। এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। যদিও এই জমি সংক্রান্ত বিষয় নিয়ে আদালতে মামলা পর্যন্ত হয়।

ঘটনা সূত্রে, বুধবার সকালে কুলটি থানার শাকতোড়িয়া ফাঁড়ির অন্তর্গত আসানসোল পৌর নিগোমের ১০১ নম্বর ওয়ার্ডের শীতলপুর পাবড়া ধাওড়া এলাকায় পেশায় ঠিকাদার কাশীনাথ যাদবের বেঙ্গল কোলের আমল থেকে একটি বাড়ী ছিল। সেই ঘরে সে তার নিজের তত্ত্বাবধানে কাজ করা রাজমিস্ত্রী শত্রুঘ্ন সিং থাকতে দিয়েছিল কয়েক বছরের জন‍্যে। রাজমিস্ত্রী শত্রুঘ্ন সিং বর্তমানে ওই ঘরটির অ‍্যাসবেস্ট সরিয়ে পাকা ঢালাই ও সংস্কার করতে চেয়েছিল । আর এই ঘটনাকে কেন্দ্র করেই কাশীনাথ যাদবের পরিবারের লোকেরা আসানসোল পুরুলিয়া রোডের শীতলপুর মোড়ে পথ অবরোধ করে ।

তবে এদিন রাস্তা অবরোধে উপস্থিত ছিলেন কুলটির প্রাক্তন বিধায়ক তথা জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান উজ্জল চ্যাটার্জী ও কুলটি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিমান দত্ত সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। যদিও বিজেপি কর্মী শত্রুঘ্ন শিঙের ছেলে অজয় কুমার সিংয়ের দাবি তিনি ওই ঘরে ৪৫ বছর ধরে বসবাস করছেন। বাড়িটি সংস্কারের অভাবে জীর্ণ হয়ে গেছে। তিনি চেয়েছিলেন ঢালাই করে বসবাস যোগ‍্য করে তুলতে। তাছাড়া ওই জমি কাশীনাথের নয়। এই অঞ্চলের সমস্ত জমি ইসিএলের বলে দাবি করেন । আসলে তিনি বিজেপি করেন বলেই কাশীনাথ শাসক দলের সহযোগীতায় ২০২০-২১ সাল থেকে তার কাজে বাধা সৃষ্টি করছে। আড়াই বছর ধরে ভোট পরবর্তী হিংসা শিকার বিজেপি কর্মী বলে দাবি করেন। কোর্টের স্থগিতাদেশ থাকলেও তা খারিজ হয়ে যায়। এরপরেই সে তার বাড়ি সংস্কারের কাজ করে।

অন‍্যদিকে কাশীনাথ যাদব দাবি করেন, তার জমিটি জোর জবরদস্তি দখল করে বাড়ি তৈরী করছে এক বিজেপি কর্মী। যার পিছনে পরোক্ষে মদত যোগাচ্ছেন স্থানীয় বিজেপি নেতা বাপ্পা আচার্য ওরফে অভিজিৎ আচার্য। এমনকী তার ওই বিতর্কিত জমিটি নিয়ে আদালতে মামলা পর্যন্ত চলছে। ওই জমিতে কোনো কাজ করা যাবেনা বলেও স্থগিতাদেশ রয়েছে । যেখানে প্রাথমিক পর্যায়ে শত্রুঘ্ন সিং স্বপক্ষে অভিজিৎ আচার্যকে উপস্থিত হতে দেখা যায়। এরপর ঘটনাকে কেন্দ্র করে সুবিচারের আশায় পথ অবরোধ শুরু করেন জমির মালিক হিসাবে দাবি করা কাশীনাথ যাদব ও তার স্ত্রী । যদিও এই পথ অবরোধে পরবর্তী ক্ষেত্রে উপস্থিত হতে দেখা যায় কুলটির স্থানীয় যুব তৃণমূলের সভাপতি বিমান দত্ত এবং কুলটির প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারম্যান উজ্জ্বল চ‍্যাটার্জিকে।

অন‍্যদিকে এই বিষয়ে পরোক্ষে মদত দেওয়া নিয়ে অভিযুক্ত অভিজিৎ আচার্য্য বলেন, ওই জমি ইসিএলের। সেখানে কেউ যদি নিজের নামে থাকা পাট্টা দেখাতে পারেন, তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। বিগত আড়াই বছর ধরে তৃণমূলের স্থানীয় নেতা কর্মী ঠিকাদারেরা তাকে কিছুতেই বাড়ি বানাতে দিচ্ছেনা। বিগত আড়াই বছর ধরে কোর্টের স্থগিতাদেশ অর্ডার থাকলেও তারা ইদানিং কোর্টের অনুমতি সাপেক্ষেই কাজ শুরু করেছিলেন। পাশাপাশি তারা বিষয়টি রাজ‍্যের বিরোধী দলনেতা কেউ জানিয়েছেন।

তবে ঘন্টা খানেক পথ অবরোধ চলার পর পুলিশের আশ্বাসে পথ অবরোধ উঠে যায়। পাশাপাশি ওই বাড়ি তৈরীর কাজটিও আপাতত স্থগিত করে দেয়।