Latest News

6/recent/ticker-posts

Ad Code

পাচার হতে যাওয়া প্রচুর কচ্ছপ উদ্ধার করল RPF

পাচার হতে যাওয়া প্রচুর কচ্ছপ উদ্ধার করল RPF

Turtle rescue


সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান :-

পাচারের আগেই কচ্ছপ উদ্ধার করল রেলওয়ে প্রোটেকশন ফোর্সের(R.P.F) জওয়ানরা। বুধবার বর্ধমান স্টেশনে পৌঁছানো চম্বল এক্সপ্রেস থেকে ৯৮টি কচ্ছপ উদ্ধার করে আর.পি.এফ, এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি তারা। বর্ধমান বন বিভাগ উদ্ধার হওয়া ৯৮ টি কচ্ছপ নিয়ে যায়। বর্ধমান আর.পি.এফ সূত্রে খবর, প্রত্যেকদিনের মতো রেল স্টেশনে চেকিং চালানো হচ্ছিলো। এদিন স্টেশনের ৫নং প্লাটফর্মে ডাউন চম্বল এক্সপ্রেসটি বিহারের দিক থেকে কলকাতা যাচ্ছিলো।



এই ট্রেনে চেকিং চালানোর সময় জেনারেল বগিতে তিনটি ব্যাগ দেখতে পায় এবং ব্যাগ খুলতেই ৯৮টি কচ্ছপ দেখতে পায় আর.পি.এফ জওয়ানরা। কিন্তু এই ব্যাগ গুলির সঠিক মালিককে খঁজে না পেয়ে কচ্ছপ গুলি বাজেয়াপ্ত করে নিয়ে যায় তারা। এর পরে উদ্ধার হওয়া ৯৮টি কচ্ছপ বর্ধমান বন দপ্তরের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়।




বর্ধমান জুলজিক্যাল পার্কের আধিকারিক সোমনাথ চৌধুরী বলেন আজ বর্ধমান রেল স্টেশনের ৫ নং প্লাটফর্মে চম্বল এক্সপ্রেসটি চেকিং চলাকালীন ৯৮টি কচ্ছপ উদ্ধার করে আমাদের হাতে তুলে দেয়। বর্তমানে তাদের সঠিক জায়গায় রাখা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code