টি-টোয়েন্টি বোলারদের ব়্যাঙ্কিংয়ে শীর্ষে বিষ্ণোই

Bishnoi


টি-টোয়েন্টি বোলারদের ব়্যাঙ্কিংয়ে শীর্ষে বিষ্ণোই। সদ্য সমাপ্ত টি২০ সিরিজে অজিদের বিরুদ্ধে জ্বলে উঠেছিল বিষ্ণোই। তাঁর দুরন্ত পারফরম্যান্স তাঁকে শীর্ষে পৌঁছে দিয়েছে। গত বছরের শুরুর দিকেই তরুণ ভারতীয় লেগ স্পিনার রবি বিষ্ণোই (Ravi Bishnoi) জাতীয় দলের হয়ে নিজের অভিষেক ঘটিয়েছেন। ধারাবাহিক সাফল্যের সুফল হিসেবে সদ্য প্রকাশিত আইসিসির টি২০ বোলিং তালিকায় শীর্ষে জায়গা করে নিয়েছেন তিনি। 



ভারত-অস্ট্রেলিয়া টি২০ সিরিজে ৪-১ ব্যবধানে জয় নিয়েছে ভারত। দুরন্ত পারফরম্যান্সের কারণে সিরিজ সেরাও হয়েছে বিষ্ণোই। এপর্যন্ত টি২০ ফরম্যাটে ২১ ম্যাচে ৩৪ উইকেট নিয়েছেন তিনি। তাঁর ৭.১৪-র ইকোনমি রেট ভারতীয় বোলারদের মধ্যে সর্বসেরা।



তালিকায় বিষ্ণোই শীর্ষে উঠে আসায় রশিদ খান, আদিল রিগ, ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং মাহিশ থিকসানা, সকলেই একধাপ করে নীচে নেমে এসেছে। এই তালিকায় ১১ ধাপ উপরে উঠে ১৬-তে রয়েছেন অক্ষর।