Latest News

6/recent/ticker-posts

Ad Code

শীতের মরশুমে দুঃস্থ অসহায় মানুষদের শীতের কম্বল তুলে দিল নিডি ফাউন্ডেশন

শীতের মরশুমে দুঃস্থ অসহায় মানুষদের শীতের কম্বল তুলে দিল নিডি ফাউন্ডেশন 

Blanket distribution


সংবাদ একলব্য: 

শুরু হয়েছে শীত। শীতের মরশুমে দুঃস্থ অসহায় মানুষদের শীতের কম্বলের অভাব রাতের ঘুম কেড়ে নেয়। শীতকালে রাতে ঘুমানোর সময় গরম পেতে কম্বল অনেকটা গুরুত্বপূর্ণ। কিন্তু দুঃস্থ অসহায় মানুষদের কম্বল কেনার সামর্থ না থাকায় অনেক সময় অনেক কষ্টেই শীত কাটাতে হয় তাঁদের। এবার তাঁদের পাশে দাঁড়ালো নিডি ফাউন্ডেশন।




ওকড়াবাড়ীর সদ্য প্রতিষ্ঠিত একটি সংস্থা নিডি ফাউন্ডেশন। নিডি ফাউন্ডেশনের উদ্যোগে একাধিক গ্রামের দুঃস্থ অসহায় মানুষদের বাড়ি বাড়ি গিয়ে কম্বল বিতরণ করা হল। শিববেশ্বর, মুন্সিরহাট ও দড়িবসে মোট আট খানা কম্বল বিতরণ করা হয়।




এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নিডি ফাউন্ডেশনের জাফর ওবায়দুল, রাজু মিয়া, রুহুল আমিন, হৃদয় বর্মন সহ আরও অনেকে। তাঁরা জানান, "আমাদের পথ চলা শুরু হল এই কম্বল বিতরণের মধ্য দিয়ে। আগামীদিনে বিভিন্ন ভাবে সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়িয়ে সাহায্য করবো জন্য সংস্থার সূচনা করা হয়েছে। সকলের সহযোগিতা আমাদের লক্ষ্যে পৌঁছে দেবে বলে আমরা আশাবাদী।"

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code