Latest News

6/recent/ticker-posts

Ad Code

১০০ দিনের কাজ বন্ধ পেট বাঁচাতে নয়নজলিয় ভরসা

১০০ দিনের কাজ বন্ধ পেট বাঁচাতে নয়নজলিয় ভরসা

People's are working on soil



সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান :-

দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে আছে ১০০দিনের কাজ।পাওনা হয়ে আছে ১০০ দিনের টাকা।আর্থিক সমস্যা যেনো কুঁড়ে কুঁড়ে খায় গ্ৰামের গরীব খেটে খাওয়া মানুষদের। কাজেরও অবস্থা খারাপ।তার উপর আবার বাজারের জিনিসের দাম অগ্নীমূল্য।রাত পোহালেই, দিনের শুরুতে ছোটো ছোটো শিশুদের মুখে অন্য তুলতে দিশেহারা পরিবারের লোকজন। তাই ছোটো ছোটো শিশুদের মুখে অট্ট হাঁসি ফোটাতে না পারলেও মুচকি হাঁসি ফোটাতে পারে সরকারী রাস্তার পাশে থাকা এই নয়নজলি। 



বর্তমানে বাড়ির ছোট বড়ো ছেলে পুলেদের নিয়ে নয়নজলির মাছ ধরতে দেখা গেলো বর্ধমান ১ ব্লকের রায়ান ২ গ্ৰাম পঞ্চায়েতের সাঁপার এলাকার বাসিন্দাদের। জাল ফেলে নয়নজলির জল ছিঁচে, শিঙ্গি, মাগুর, কই, ল্যাটা সহা নানা ধরনের মাছ দেখাগেলো হাঁড়ি গামলা ভর্তি।যদিও মুখ লজ্জায় ক্যামেরার সামনে আসতে না চাইলেও পরে কথা বলে সাংবাদিকদের সাথে।



পদ্ম বাউরি বলেন ১০০ দিনের কাজ বন্ধ।তার উপর বাজারে জিনিসপত্রের দাম আকাশছোঁয়া।কি করবো,কি খাবো,কিছু খুঁজে পাইনা।এই দিকে ধান কাটার কাজ লেগেছে।কিকরে রান্না বান্না করবো গ্যাসের যা দাম।সেই কারণেই বাগানে বাগানে জালোন কুড়োই। সরকারী ক্যানালে মাছ ধরি।এতে খাওয়াও হয় আবার বিক্রিও হয়।ক্যানেল থেকে কৈ, জিয়োল,ল্যাটা সহ অন্যান্য মাছ ও ধরেছেন বলে জানান পদ্মা বাউরি।ঝন্টু বাউরি বলেন এখন কাজ কর্ম নেই তাই সরকারি ক্যানেলে মাছ ধরতে এসেছি। কাজ থাকলে আসি না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code