গাছের গুড়ি আর ইলেকট্রিক পোস্টে বেঁধে মানুষ হিসাব নেবে সিভিকদের , হুঁশিয়ারি মীনাক্ষীর
ডায়মন্ডহারবার :
অভিষেক গড় ডায়মন্ডহারবারে পৌঁছাল ইনসাফ যাত্রা। মিনাক্ষী মুখার্জির নেতৃত্বে আমতলা থেকে ইনসাফ যাত্রার শুরু হয়। ইনসাফ যাত্রা শুরুতেই সিভিক ভলেন্টিয়ারকে হুঁশিয়ারি দিতে শোনা গেল বামনেত্রী মীনাক্ষী মুখার্জির গলাতে । গাছে ও পোস্টে বাঁধার হুমকি ৷ সিভিকের বিরুদ্ধে আওয়াজ তুলে তিনি জানান পোষাকের ব্যবহার করে কেউ যদি মানুষের অধিকার কেড়ে নেয়, তাহলে মানুষ ছেড়ে কথা বলবেনা বলে জানান তিনি ৷
দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রের আমতলার জয়রামপুর থেকে বারুইপুর পর্যন্ত ইনসাফ যাত্রা শুরু করলেন মীনাক্ষী মুখার্জী ৷ বাম যুব সংগঠন DYFI এর প্রায় হাজার দেড়েক কর্মী সমর্থক এই পথযাত্রায় অংশগ্রহণ করেন । বারুইপুরের টংতলায় পৌঁছাবে ৷ সেখানেই একসাথে সবাইমিলে মধ্যাহ্নভোজন করবেন ৷ তারপর বারুইপুরের পদ্মপুকুরের উদ্দেশ্যে রওনা দেবেন তারা ৷
DYFI এর ডাকে কোচবিহার থেকে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর হয়ে বারুইপুর পদ্মপুকুরে ইনসাফ যাত্রা শেষ হবে । ৪৯ দিন ধরে এই পদ যাত্রা সহকারে মিছিল । চাকরি চুরি, রেশন চুরি, গরু চুরি, কয়লা পাচার এই সকল দুর্নীতির বিরুদ্ধে এই মিছিল । এই ইনসাফ যাত্রার মঞ্চ থেকে কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের গোপন আঁতাতের কথাও তুলে ধরে বাম নেত্রী।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊