Mamata Banerjee: কংগ্রেসের সাথে জোটের ইঙ্গিত মুখ্যমন্ত্রীর !
বাংলায় কংগ্রেসের সঙ্গে জোট করবে তৃণমূল? একদিকে হিন্দি বলয়ের তিন রাজ্যের বিধানসভায় বিজেপির দারুণ জয়ের পর ব্যাকফুটে বিরোধীরা। অপরদিকে কর্ণাটকে কংগ্রেসের বড় জয়ের পর ইন্ডিয়া জোটের নেতাদের মধ্যে কিছুটা সমন্বয়ের অভাব দেখা গিয়েছে।
দিল্লি সফরে গিয়ে বাংলায় কংগ্রেসের সঙ্গে জোটের বিষয়ে জিজ্ঞাসা করা হলে তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, "কাউকে না কাউকে এবার বিড়ালের গলায় ঘণ্টা বাঁধতেই হবে। কাউকে এগিয়ে আসতেই হবে। জোট নিয়ে তেমন সত্যি কিছু হলে আমার কোনও সমস্যা নেই। কিন্তু পশ্চিমবাঙলায় ওদের তো মাত্র দুটো আসন আছে। আমি আলোচনায় বসতে সব সময় প্রস্তুত।"
জোট হলে ২০১১ সালের পর ফের বাংলায় কংগ্রেসের সঙ্গে জোট করে ভোটে লড়বে তৃণমূল। প্রসঙ্গত, ২০০৯ সালের লোকসভা ভোটেও কংগ্রেসের সঙ্গে জোট গড়েছিল তৃণমূল। তবে ২০১১ সালের পরে আর দু’দলের জোট হয়নি।
সিপিএম তথা বামেদের সম্পর্কে মমতা কী ভাবছেন? তৃণমূলনেত্রী বলেন, ‘‘আমি তো কাউকে জোর করতে পারি না। ওরা (বামেরা) কী করবে, সেটা ওদের বিষয়।’’ মমতা কোনও কড়া মনোভাব দেখাননি। কিন্তু সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, ‘‘যিনি আরএসএসকে স্বাভাবিক মিত্র মনে করেন, তাঁর সঙ্গে কোনও বামদল সংশ্রব রাখতে পারে না। আর বিজেপির বিরুদ্ধে যে যে কারণে আমাদের লড়াই, একই কারণে বাংলায় তৃণমূলের বিরুদ্ধেও আমাদের লড়াই।’’
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊