ম্যাচ জয়ের সাথে সাথে সিরিজ পকেটে পুড়লো ভারত

Ind vs Aus


রায়পুরে আজ চতুর্থ টি২০-তে মুখোমুখি হয় ভারত-অস্ট্রেলিয়া। প্রথম দুই ম্যাচ জিতলেও তৃতীয় ম্যাচে হারে ভারত। আজকের ম্যাচে অস্ট্রেলিয়া হারলে সিরিজ হাতছাড়া হবে অস্ট্রেলিয়ার আবার অন্যদিকে ভারত জিতলে যেমন সিরিজ পকেটে পূর্বে অস্ট্রেলিয়া তেমনি হারলে সিরিজের ভাগ্য দাঁড়াবে পুরোপুরি ম্যাচে এই টানটান উত্তেজনা নিয়ে আজ মাঠে নেমেছে দুই দলই। শেষমেষ ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরলো ভারত।



এদিন টসে জিতে প্রথম ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করে রায়পুরে সূর্য কুমার যাদবের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৪ রান তোলে। অস্ট্রেলিয়ার সামনে ১৭৫ রানের টার্গেট দাড় করায় ভারত। যশ্বসী ৩৭, রুতু ৩২, রিঙ্কু ৪৬, জিতেশ ৩৫ রান করে। এই চার ব্যাটারের ওপর ভর করেই এই স্কোর তোলে ভারত। বাকি আর কেউই দুই অঙ্কের ঘরে ঢুকে যেতে পারেনি। ব্যর্থ হন সূর্য কুমার যাদবও।



জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া হেড করে ৩১, বেন ১৯, ডেভিড ১৯, শর্ট ২২, ওয়েড ১৮ রান করলেও বাকি আর কেউ তেমন ভালো খেলতে পারেনি। ভারতীয় বোলারদের সামনে খুব বেশি সময় এদিন টিকে থাকতে পারেনি অস্ট্রেলিয়ান ব্যাটাররা। শেষমেষ ২০ ওভারে ৭ উইকেটে ১৫৪-তে আটকে যায় অস্ট্রেলিয়া । অক্ষর ৩টি ও চাহার ২টি উইকেট নেয় এদিন। টান টান উত্তেজনা ছিল এদিনের ম্যাচে। গত ম্যাচের মতোই বল-রানের লড়াই। সেখানে দাঁড়িয়ে আগের দিন ছিল ম্যাক্সি কিন্তু আজ ম্যাক্সি নেই। অবশেষে জয়ের হাসি ভারতই হাসলো। ২০ রানে ম্যাচ জয়ের সাথে সাথে সিরিজ জয় ভারতের।